চরম দুর্ঘটনার কবলে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস! আতঙ্কে যাত্রীরা, দেখুন ভিডিও

১৮ই মে থেকে চালু হয়েছে দেশের ১৬ তম বন্দে ভারত এক্সপ্রেস। আজ ২১ তারিখ। অর্থাৎ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের বয়স সবে মাত্র চারদিন। আর তার মধ্যেই কার্যত দুর্ঘটনার সম্মুখীন এই নতুন যান। কোনো সংঘর্ষ বা বিস্ফোরন নয়। বরং প্রাকৃতিক ঝঞ্ঝার কারণেই এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিক সূত্রে খবর আসছে।
বাংলার এক বিখ্যাত ট্রাভেল ভ্লগার শিবাজী যাকে আপনারা চেনেন ‘এক্সপ্লরার শিবাজী‘ নামের চ্যানেলের মধ্যে দিয়ে। তিনি সেই ট্রেনের মধ্যে থেকেই এই লোম খাড়া করে দেওয়া সংবাদ ভিডিওর মাধ্যমে সামনে এনেছেন। দুপুর ১:৫০ মিনিটে পুরী স্টেশন থেকে আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয়।
তবে বিকাল ৪:৪৫ নাগাদ প্রাকৃতিক ঝঞ্ঝার কবলে পরে এই ট্রেন। যার ফলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে থাকে। ট্রেনটি নির্দ্বিষ্ট স্পিডের বদলে অনেক আসতে যেতে থাকে। তবে হঠাৎ ট্রেনের মধ্যে প্রকান্ড কয়েকটি আওয়াজ শোনা যায়। পর মুহূর্তেই ট্রেনটি সম্পূর্ণ দাঁড়িয়ে যায়। দেখা যায় লোকো পাইলটের কেবিনের কাঁচে চিড় ধরেছে। শুধু তাই নয় C-3 এবং C-12 বগির জানলার কাঁচে চিড় ধরেছে।
তবে কোনো মানুষের আঘাত লাগেনি এই ঘটনার ফলে। সবাই সম্পূর্ণ সুস্থ আছে বন্দে ভারত ট্রেনের মধ্যে এমনটাই জানা গেছে। তবে কতক্ষনে এই ট্রেন আবার চলতে শুরু করবে এখন সেটা যদিও জানা সম্ভব হচ্ছে না। রাত ৮:৩০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও এই ট্রেন যে আজ নির্দিষ্ট সময়ের থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে তা শিবাজীর এই এক্সক্লুসিভ ভিডিওর থেকে স্পষ্ট। তবে Humppy এই ভিডিওর কোনোরকম সত্যতা যাচাই করেনি।