×
News

অ্যামাজনে অর্ডার দিয়েছিলেন Redmi 8A dual ফোন, হাতে পেল রিন সাবান

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এই ঘটনা নতুন কিছু নয়, এ ধরনের ঘটনার আবার পূনরাবৃত্তি ঘটলো নয়াদিল্লি এক বাসিন্দার সাথে। ভাবছেন কি ঘটনা! ঘটনাটি হলো অ্যামাজনেওই ব্যক্তি রেডমি স্মার্টফোন অর্ডার করেন কিন্তু তিনি হাতে পেলেন সাবান।

প্রসঙ্গত, ১৭-ই অক্টোবর থেকে অনলাইন শপিং ওয়েবে গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলছিল। আর সেই গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যালে স্মার্টফোনের অফার চলছিল। আর তখনই ওই ব্যক্তি রেডমি ৮ এ ডুয়েল স্মার্টফোন অর্ডার করে থাকেন।

ADVERTISEMENT

আর তাতেই দেখা দিল বিপত্তি। কেননা ওই স্মার্টফোন অর্ডারের  বেশ কয়েকদিন পর যখন তিনি ফোন হাতে পান তখন তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তার কাছে ফোনের বদলে এলো ১৪ টাকার বাসন মাজার রিন সাবান। এই ঘটনার পর ক্ষোভে ফেতে পড়েন। তবে কি করবেন তা বুঝতে পারে না। কোম্পানির কাছে ফোন করেও কোন সুরাহা পায় না।

অবশেষে তিনি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা তুলে ধরার সিদ্ধান্ত নেন। তিনি টুইটারে একটি পোস্ট করেন। সেখানে অর্ডার ডিটেলসের সাথে সাবানের ছবি পোস্ট করে। আর তারপর নেটদুনিয়ায় শুরু হয়ে যায় শোরগোল।

ADVERTISEMENT

Related Articles