ব্যাংক খালি থাকলেও নেই চিন্তা, এইভাবে PhonePe থেকেও পাঠাতে পারবেন টাকা, জানুন বিস্তারিত

ডিজিটাল ভারতে ক্রেডিট কার্ড কার্যত অবলুপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের (Reserve Bank) তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। দেশের সব মানুষ এখন অনলাইন পেমেন্টের উপরে ভরসা করছেন। যে কারণে ৭৫% পেমেন্ট খুচরো হচ্ছে। এর থেকে প্রমাণিত পাওয়া যায় দেশের মানুষেরা ডিজিটাল ভারতের স্বপ্নকে বাস্তবায়িত রূপ নিচ্ছে। UPI -র মাধ্যমে কোনো পেমেন্ট করতে গেলে দরকার আপনার ব্যাংক একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স।
তবে এবার বড় সুযোগ পেতে চলেছে ভারতের মানুষ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও অর্থ না থাকলেও ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) সম্প্রতি জানিয়েছেন এবার থেকে ইউপিআই-র মাধ্যমে ব্যবহারকারীদের ক্রেডিট লাইনের সুবিধে দেওয়া হবে। অর্থাৎ ইউপিআই বর্তমানে অনেকটা ক্রেডিট কার্ডের মত করে কাজ করবে। টাকা আপনার একাউন্টে উপস্থিত না থাকলেও পেমেন্ট করতে পারবেন।
সাধারণ মানুষের যা অনেকটাই সুবিধা হবে। সেই মুহূর্তে টাকা না থাকলেও দরকারি কোনো কাজ সেরে ফেলতে পারবেন। ক্রেডিট কার্ডে কিন্তু ইন্টারেস্ট চার্জ করা হয়। তবে এই ‘ক্রেডিট লাইন’ (Credit Line) পক্রিয়াতে কি ইন্টারটেস্ট নেওয়া হবে? সে বিষয়ে এখনই যদিও কিছু বলেননি শক্তিকান্ত বাবু। ডেবিট কার্ডের থেকে ইউপিআই ভিত্তিক পেমেন্টের সুবিধা অনেক বেশি থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর জানিয়েছেন, ভারত সরকার প্রদত্ত RuPay পেমেন্ট গেটওয়ে ভিত্তিক ডেবিট কার্ডের সঙ্গে ইউপিআই-র সংযোগ করার অনুমতি দেওয়া হয়েছে। কয়েক মাসের মধ্যেই UPI পেমেন্টের মধ্যে এই নতুন ফিচার্স যুক্ত হয়ে যাবে জানা গেছে। দেশের মানুষ কতদিনে সেই নতুন ক্রেডিট লাইন ব্যবহার শুরু করে এখন সেটাই দেখার।