Nita Ambani: ধনী হওয়ার আগে মাত্র ৮০০ টাকার বিনিময়ে এই কাজ করতেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি

Nita Ambani: ভারতের অন্যতম সফল মহিলা হলেন নিতা আম্বানি (Nita Ambani)। বিজনেস আইকন মুকেশ আম্বানির স্ত্রী তিনি। এছাড়া রিলায়েন্স ফাউন্ডেশন ও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ – মুম্বাই ইন্ডিয়ান্স এর মালকিন তিনি। সুন্দরী, স্মার্ট, সফল এই মহিলা অনেকের কাছেই আইডল।
১৮৮৫ সালে রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে বিয়ে করেন নিতা আম্বানি। তাকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহের সীমা নেই। ফলেই তাকে নিয়ে নানান কথা চলতে থাকে। তিনি নাকি সোনার কাপে চা পান করে। তার জল খাওয়ার বোতল সোনার তৈরি। তার লাইফস্টাইল হাজারও এক কথা উঠে আসে।
কিন্তু জানেন কি অন্যতম সফল এই মহিলা একসময় মাত্র ৮০০ টাকার বিনিময়ে এই কাজ করতেন। নিতা আম্বানি ভরতনাট্যম নাচেন এটা প্রায় সবারই জানা। নাচ করতে যেমন তিনি ভালোবাসেন তেমনই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন নিতা। তাই শুধুমাত্র বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য St. Flower Nursery স্কুলে পড়াতেন তিনি।
কিন্তু আজ তিনি এতো সফল। আজ তিনি নিজেই ভারতের নম্বর ১ স্কুল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা। যে স্কুলে দেশের সমস্ত নামী-দামী মানুষের সন্তানরা পড়াশুনো করেন। এমনকি এই স্কুলে নিজেদের বাচ্চাদের পড়ানোর স্বপ্ন দেখেন প্রায় সব ভারতীয় অভিভাবকরা।