News

Nita Ambani : হীরে-মুক্ত জড়ানো বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনলেন নীতা আম্বানি, দেখে হাঁ নেটিজেনরা

বিশ্বের প্রথম দশ জন ধনী ব্যক্তির তালিকায় আছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এমন মানুষের জীবন যাত্রা কেমন হতে পারে তার আন্দাজ নিশ্চয়ই করা সম্ভব। তবে মুকেশ আম্বানি প্রকৃতপক্ষে খুব সাধারণ জীবনযাপন করে থাকে। কিন্তু তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) তার বিলাসবহুল জীবন যাপনের জন্য হামেশাই চর্চায় থাকেন। তাই এক সে এক খরর সোশ্যাল মিডিয়াতে ছরিয়ে পরে।

কোটি কোটি টাকার গাড়ি, শাড়ি ও গহনা সব কিছুই ব্যবহার করেন নীতা আম্বানি। ৪০ লাখ টাকা দামের জল পান করেন তিনি। সাথেই দেশের সবথেকে বিলাসবহুল বাড়ি ‘অ্যান্টেলিয়া’ -তে বসবাস করেন। কিন্তু নীতা আম্বানি আবারো কার্যত চর্চার কেন্দ্র বিন্দুতে এসে গেছেন। পৃথিবীর সবথেকে দামি গাড়ি কিনেছেন তিনি। আর সেই দাম শুনলে লজ্জা পাবেন আপনি আমি সহ বড়ো বড়ো ধন কুবেররাও। Audi A9 গাড়িটি সম্প্রতি নিজের নামে করিয়েছেন তিনি।

তার ফলেই খবরের শিরোনামে উঠে এসেছে মুকেশ আম্বানি পত্নী। গাড়িটির দাম জানা যাচ্ছে ৯০ থেকে ১০০ কোটি টাকা। গাড়িটিতে করা আছে বৈদ্যতিক রং। অর্থাৎ আপনি গাড়ির ভিতরে বা বাইরে থেকেই গাড়ির রং বদলাতে পারবেন। গাড়িটি বিশেষভাবে তৈরী ও বিদেশ থেকেই আনানো হয়েছে নিতা আম্বানির জন্য। তার পছন্দের গাড়ির লিস্টে নতুন এই পালক যুক্ত হলো। অনেকের মতেই গাড়ির একাধিক জায়গায় আছে সোনা দিয়ে বিশেষ কাজ। যার ফলের কয়েক কোটি টাকা বেড়ে যায় এর দাম।

এর আগে জানা গিয়েছিলো নীতা আম্বানি ১৪ মিলিয়ন ডলারের লিপস্টিক ব্যবহার করেন। যার ভারতীয় মূল্য ৪০ লক্ষ টাকা। তাই তো আম্বানি গোষ্ঠীর নাম বললেই নীতা আম্বানির নাম উঠে আসবেই। খেলাধুলা থেকে সাংস্কৃতিক সব কিছুতেই দেখা গেছে নীতা আম্বানির অবদান। কয়েকদিন আগে মুকেশ আম্বানি নিজেও চর্চার আলো কেড়েছিলেন নিজের সদ্যোজাত নাতনির সাথে ফটো ভাইরাল হয়ে।