খরচ মাত্র ১২ টাকা, একবার চার্জ দিলে ৬০ কিমি ছুটবে এই স্কুটি!
covid- 19 এর সময় বাসে বা ট্রেনে করে অফিস ও অন্যান্য দূরে জায়গায় যাওয়া সেফ মনে করেন না অনেকেই। তাই একমাত্র উপায় হয়ে পড়েছে নিজস্ব বাইক বা স্কুটি। কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দের পক্ষে নিজস্ব বাইক কেনা সম্ভব নয়। এই সময়ে ব্যবসা বন্ধ অনেকেরই তাই বাইক কেনাটা সবার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াই অনেকেই নতুন বাইক বা গাড়ি কেনার দিকে নজর দিচ্ছেন না। এইসময় টেকো ইলেক্ট্রো নামে একটি কোম্পানি বাজারে এক রকমের নতুন স্কুটি আনার ঘোষণা করেছে। আপনারা হয়তো অনেকেই ভাবছে এতে আবার নতুন কিছু কি? এই কোম্পানির আনা নতুন ধরনের স্কুটি টি আসলে বৈদ্যুতিক। এই বৈদ্যুতিক স্কুটি টির নাম সাথী।
জানা গেছে যে এই ই-স্কুটিতে 48 ভোল্টের 26Ah লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। এই ই-স্কুটিতে একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার পথ যেতে পারে। এই স্কুটিতে চার্জ দিতে সময় লাগে দুই থেকে চার ঘণ্টা। যার জন্য খরচ পড়ে মাত্র ১২ টাকা। কোম্পানি স্কুটার এর চার্জারের এক থেকে দেড় বছরের ওয়ারেন্টিও দেওয়ার কথা বলেছে।
স্কুটারটির দৈর্ঘ্য 1720 মিমি প্রস্থ 620 মিমি এবং উচ্চতা 1050 মিমি। পুণেতে সাধারণ মানুষ এই স্কুটিটি অন রোড 57 হাজার 897 টাকায় পাবেন। জানা গেছে যে সাধারণ মানুষের হাতে এই স্কুটি টি চলে আসবে অক্টোবর থেকেই।
এই স্কুটি আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা সংস্থার ওয়েবসাইট বা আশেপাশের কোন ডিলার এর সঙ্গে যোগাযোগ করুন। অথবা এই স্কুটি আপনারা 9540569569 নম্বরে কল করে বুক করতে পারেন।