News

Monsoon Update: এই এই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, জারি সতর্কতা!

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। তীব্র দাবদাহে রীতিমতো নাকাল হচ্ছে রাজ্যবাসী। আর সেই থেকেই এবার বোধহয় মুক্তি পেতে চলেছে মানুষজন। আগামী ২৪ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই-এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবেই। সপ্তাহখানেক ধরে ভারী বৃষ্টি হওয়ার কারণে উত্তরবঙ্গের নদীতে জলস্তর বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। আর সেই কারণেই তাপমাত্রা নিচুতে নামতে পারে।

আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় মেঘলা আকাশ। তবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা। এমনকি অস্বস্তিও থাকবে। তবে, আগামী দু-দিন তাপমাত্রা আরও খানিকটা কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। আর গতকাল বিকেলে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম ছিল।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৭৭ থেকে ৯৬ শতাংশ। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, দার্জিলিং, জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। যারফলে উত্তরবঙ্গের নদীস্তর বাড়বে। এমনকি পার্বত্য এলাকায় ভূমি ধস হতে পারে।

আর তাই ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তবে, আদ্রতাজনিত অস্বস্তি থাকবেই। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৯০ শতাংশের উপরে। এখন শুধু দেখার পালা ঠিক কটা নাগাদ বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যবাসী।