News

LPG Cylinder At Rs 500 : মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে গ্যাস! ঘোষণা রাজ্যের, ক্লিক করে জানুন বিস্তারিত

দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কার্যত আগুনের সমান। চাল থেকে আটা, মাছ থেকে মাংস সব কিছুই আকাশছোঁয়া। তবে সেসব কিনলেই তো হবে না বাড়ি এসে সেগুলি রান্না করলে তবে খেতে হবে। আর দেশের এখন ৮০% বাড়িতেই জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গ্যাস। সেই গ্যাসের দাম এখন ঠিক কত তা নতুন করে বলতে হবে না। প্রতিদিন কার্যত এই দাম বাড়তে বাড়তে বর্তমানে দাঁড়িয়েছে ১,১৭৯ টাকায়। তবে এবার কিন্তু মাত্র ৫০০ টাকায় আপনি বাড়িতে LPG গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে পারবেন।

How to get an LPG Cylinder At Rs 500:

১১৭৯ টাকা খরচ করার কোনো চিন্তা নেই। ভারত সরকারের ‘উজ্জ্বলা যোজনা’ -র মাধ্যমে প্রতিটি মহিলা মাত্র ৫০০ টাকার বিনিময়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবেন। তবে এটা কিন্তু সম্পূর্ণ দেশে নয়।

Which State Allotted LPG Cylinder At Rs 500:

রাজস্থান সরকারের তরফে নতুন এই তথ্যটি সামনে এসেছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট ২০২৩-২০২৪ সালের সাম্প্রতিক বাজেটে ঘোষণা দিয়েছেন মাত্র ৫০০ টাকায় প্রতি সিলিন্ডার দেওয়া হবে পরিবার গুলিকে।

How many LPG Cylinder get a Family per Year:

দারিদ্র সীমার নিচে যারা আছেন তারা বছরে সর্বোচ্চ ১২টি করে সিলিন্ডার কিনতে পারবে। অর্থাৎ তাদের এক বছরে জ্বালানি পিছু ব্যয় হবে ৬,০০০ টাকা।

Documents Needed To Get Benefited 500 RS LPG Cylinder:

চারটি নতিপত্র লাগবে আপনার এই উজ্জ্বলা গ্যাস যোজনায় নাম লিখাতে। সেগুলি হলো –

  • রেশন কার্ড
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • আধার কার্ড
  • আবাসিক শংসাপত্র

In India ‘Ujjwala Gas Yojona’ Scheme –

ভারতে এই উজ্জ্বলা গ্যাস যোজনার স্কিমটা একটু অন্যরকম। ১,১৭৯ টাকা খরচ করে সিলিন্ডার নিলে সে ২০০ টাকা ফেরত পাবে অর্থাৎ তার খরচ হচ্ছে ৯৭৯ টাকা। দারিদ্র্যসীমার নিচে এবং বিপিএল বিভাগের অধীনস্ত পরিবার এই রান্নার গ্যাস পাবেন। অর্থাৎ উজ্জ্বলা গ্যাস যোজনাতে ২০০ টাকা কম খরচ হবে। কিন্তু রাজস্থান সরকার কার্যত এই নতুন স্কিম নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছে।