×
News

আয়কর দপ্তরের কড়া নির্দেশ! ৩১ শে মার্চের আগে অবশ্যই করুন আধার ও প্যান লিঙ্ক, অন্যথায় দিতে হবে জরিমানা

দেশের নাগরিকত্বের প্রমাণ আধার কার্ড নয়। তবে এখন কোনো কাজ করতে হলে অবশ্যই আপনার আধার কার্ড দরকার হবেই। আর টাকা লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড থাকা আবশ্যক। সরকারদের নির্দেশ অনুযায়ী ৩১শে মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতেই হবে। আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী সমস্ত প্যান কার্ড ধারীদের জন্য প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আবশ্যক।

আয়কর দপ্তরের কড়া নির্দেশ! ৩১ শে মার্চের আগে অবশ্যই করুন আধার ও প্যান লিঙ্ক, অন্যথায় দিতে হবে জরিমানা -

নাহলে ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে কিন্তু প্যান কার্ডের ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। চিন্তা নেই আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে বাড়ি বসেই আধার ও প্যান কার্ড লিংক করে নিতে পারবেন। কিভাবে এসএমএসের মাধ্যমে আধারের সাথে প্যান লিঙ্ক করবেন ধাপে ধাপে দেখে নিন –

আয়কর দপ্তরের কড়া নির্দেশ! ৩১ শে মার্চের আগে অবশ্যই করুন আধার ও প্যান লিঙ্ক, অন্যথায় দিতে হবে জরিমানা -

১) ফোনের রাইট মেসেজ বক্স খুলে লিখুন

UIDPAN>১২ সংখ্যার আধার কার্ড নম্বর>১০ সংখ্যার প্যান কার্ড নম্বর

567678 বা 56161 নম্বরে সেই মেসেজটি পাঠিয়ে দিন।

২) প্যান-আধার কার্ডের লিঙ্কিং স্ট্যাটাস সম্পর্কিত একটি মেসেজ আসবে। আধার ও প্যান কার্ডের জন্মের তারিখ এক থাকলেই পরবর্তী কাজ করতে পারবেন।

৩) ফোনের থেকে www.incometax.gov.in ওয়েবসাইট ওপেন করুন।

৪) উপরের পেজে লিংক আধার বাটনে ক্লিক করুন।

৫) নতুন উইন্ডো সামনে আসবে আপনাকে আপনার প্যান নম্বর, আধার কার্ড নম্বর এবং নাম লিখতে হবে।

৬) ইংরেজিতে একটি ক্যাপচা আসবে সেটা সঠিকভাবে পূরণ করে ‘লিঙ্ক’ বাটনে ক্লিক করুন।

৭) তারপরেই আপনার আধার ও প্যান কার্ড লিঙ্ক হয়ে গেছে যা স্ক্রিনের মধ্যেই দেখতে পারবেন।

আয়কর দপ্তরের কড়া নির্দেশ! ৩১ শে মার্চের আগে অবশ্যই করুন আধার ও প্যান লিঙ্ক, অন্যথায় দিতে হবে জরিমানা -

তাই চিন্তার কারণ নেই ৩১সে মার্চের আগে বাড়ি বসে নিজের ও পরিবারের গুরুত্বপূর্ণ এই কাজটি করে ফেলুন।