Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
NewsTech News

নেটওয়ার্ক সমস্যা নয়! এই ভুলের কারণেই লাগেনা ফোন, ৮০% মানুষ জানেন না

আজকালকার দিনে সকলেই স্মার্টফোন ব্যবহার করেন। যে যত দাম দিয়ে কেনেন সেই স্মার্টফোনে সুবিধা তত বেশি। ফোন ছাড়া যেন মানুষের এক মুহূর্ত চলে না।। গেম খেলা তো রয়েছেই পাশাপাশি বিভিন্ন দরকারি জিনিসগুলো এই যেমন ধরুন রিচার্জ করা, বিল পেমেন্ট, হোটেল বুকিং, কাউকে টাকা পাঠানো এই সমস্ত কাজ গুলি এখন মোবাইলের ফোনের মাধ্যমেই মানুষজন করে থাকেন।

নেটওয়ার্ক সমস্যা নয়! এই ভুলের কারণেই লাগেনা ফোন, ৮০% মানুষ জানেন না

এককথায় স্মার্ট ফোন ছাড়া মানুষ এখন অচল। কিন্তু অনেকসময় দেখা যায় এই স্মার্ট ফোন ব্যবহার করতে গিয়েই মানুষ অনেক ধরণের সমস্যার মুখে পড়ে। আর তখন কি করবে তা বুঝতে পারে না। আর তার মধ্যে একটি সমস্যা হল কারোর ফোনে কল না যাওয়া। ফোনে যথাযথাযথ নেটওয়ার্ক থাকা সত্বেও অনেক সময় দেখা যায় যে, কারোর ফোনে কল ঢুকছে না। অনেকে মনে করেন এটি মোবাইল ফোনের সমস্যা।

নেটওয়ার্ক সমস্যা নয়! এই ভুলের কারণেই লাগেনা ফোন, ৮০% মানুষ জানেন না

কিন্তু এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, এটি মোবাইল ফোন বা নেটওয়ার্ক নয় এটি আপনার ভুলের কারণে হয়ে থাকে। কিন্তু কি ভুল তাই ভাবছেন নিশ্চই। তাহলে বলে রাখি যে, কমবেশি সকলে মোবাইল ফোনে গেম খেলে থাকেন। এমনকি অফিসে বা জরুরি কাজে থাকার সময় অনেকে ফোনটাকে DND করে দেন। যেটি পরে আগের জায়গায় আনতে ভুলে যান। আর তাই মোবাইলে এই সমস্যা দেখা যায়।

নেটওয়ার্ক সমস্যা নয়! এই ভুলের কারণেই লাগেনা ফোন, ৮০% মানুষ জানেন না

এমন সমস্যার মুখোমুখি যদি আপনিও হন তাহলে মাত্র ৫ মিনিটের জন্য মোবাইলটিকে অফ করে অন করুন। তাহলেই দেখবেন আপনার এই সমস্যা একেবারে সমাধান হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝতে হবে আপনার ফোনের কোনো সমস্যা রয়েছে।