অবিশ্বাস্য! ৫০০ টাকার নোটের এই বিশেষ বৈশিষ্ট্য জানলে অবাক হবেন আপনিও

বর্তমান সময়ে দাঁড়িয়ে টাকার প্রয়োজনীয়তা ঠিক কতখানি তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। টাকা না থাকলে যে কিছুই সম্ভব নয় তা সকলেরই জানা। ভারতীয় কারেন্সির অন্যতম হল ৫০০ টাকার নতুন নোট। ২০০০ টাকার নোট বাতিলের পর থেকে এটারই বেশি প্রচলন শুরু হয়েছে। মহাত্মা গান্ধীর প্রতিকৃতির নতুন সিরিজের অংশ এটি। আগের সিরিজের নোটগুলি ১৯৯৭ সালের অক্টোবর মাস থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত বাজারে ছিল।
এরপর কালোবাজারি রুখতে ২০১৬ সালের ৪ নভেম্বর পুরোনো নোটগুলিকে বাতিল করা হয়। তবে, নতুন সিরিজের ৫০০ টাকার নোট কিন্তু বেশ আকর্ষণীয়। এমনকি এটিই বাজারে সবচেয়ে বেশি চলে। ৬৬ মিমি×১৫০ মিমি আকার বিশিষ্ট এই নোটটির কালার গ্রে রঙের। নোটের উল্টোদিকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির পাশাপাশি অশোক স্তম্ভের প্রতীক ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর-এর সই রয়েছে।
এমনকি নোটিটির বিপরীত দিকে লাল কেল্লার ছবি আছে। এছাড়াও এই নোটে অশোক স্তম্ভ ও স্বচ্ছ ভারত অভিযানের একটি ট্যাগ লাইনও রয়েছে। এই নোটিটির আসল-নকল বিচারের জন্য বিশেষ ফিচার রাখা হয়েছে। কিন্তু সেগুলি কি জানেন কি? চলুন তা জেনে নেওয়া যাক।
- নোটের বাঁদিকে মাইক্রো অক্ষর ‛RBI’ এবং ‛500′ সংখ্যা লেখা রয়েছে।
- এছাড়াও কালার শিফট সহ भारत’ লেখা থাকে। এমনকি 500 শিলালিপি সহ সুরক্ষা থ্রেড থাকে। যার দরুণ নোটটিকে কাত করা হলে থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যায়।
- ডানদিকে অশোক স্তম্ভের প্রতীক সহ মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং ইলেক্ট্রোটাইপ জলছাপ থাকে।
- এছাড়া উপরের বাঁদিকে এবং নীচের ডানদিকে থাকে সংখ্যা প্যানেল।
- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইন্টাগ্লিও ব্যবস্থা থাকে।
এমনকি আপনি কি জানেন ৫০০ টাকার এই নোটটিকে ১৭ টি ভাষায় লেখা হয়েছে।