এবার Whatsapp-এও দেখা যাবে ডিলেট হওয়া মেসেজ! কিন্তু কিভাবে? ক্লিক করে জানুন বিস্তারিত

মেটা (Meta)- র প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) যেন প্রতিদিন নিত্যনতুন আপডেট নিয়ে হাজির হচ্ছেন। হোয়াটসঅ্যাপ (Whatsapp) নিয়ে তিনি বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। যেখানে ইউজারদের জন্য মনের মতো কিছু আপডেট নিয়ে আসছেন বারংবার। সেখানে আবারো যুক্ত হলো ডিলিট হয়ে যাওয়া মেসেজ খুব সহজেই দেখতে পাবেন আপনারা। ‘কীপ ইন চ্যাট’ (Keep In Chat) নামে একটি নতুন আপডেট ঘোষণা করেছেন তিনি।
ব্যবহারকারীদের এখন অদৃশ্য হয়ে যাওয়া বার্তাগুলিতে একটি চ্যাটে বার্তা সংরক্ষণ করে রাখতে পারবেন। সেট টাইমারের পরে অন্যান্য বার্তাগুলি অদৃশ্য হয়ে যাওয়ার পরেও ব্যবহারকারীরা যে বার্তাগুলিকে চ্যাটে রাখতে চান সেগুলি বুকমার্ক করতে এবং সংরক্ষণ করতে এই আপডেটটি প্রকাশ করা হয়েছে৷ ‘Disappearing Messages‘ কথাটি অনেকেই শুনেছেন।
আপনি যার সাথে চ্যাট করছেন সেই ব্যক্তি যদি এই অপসনটি অন করে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে চ্যাট ডিলিট হয়ে যায়। আপনার কাছে কোনোরকমের অপসন থাকে না। কিন্তু কার্যত এবার আপনার কাছেও একটি অপসন থাকবে। ‘কীপ ইন চ্যাট’ অপসন ব্যবহার করে আপনারা সেই চ্যাট নিজের কাছে রাখতে পারবেন। তবে টাইমার থাকবে। টাইমারের মেয়াদ শেষ হলে বার্তাটি মুছে ফেলা হবে। হোয়াটসঅ্যাপে সংরক্ষিত বার্তাগুলি একটি বুকমার্ক আইকন দিয়ে নোট করা হবে এবং কেপ্ট মেসেজ ফোল্ডারে চ্যাটের মাধ্যমে দেখা যাবে।
নতুন আপডেট ব্যবহারকারীদের ১ বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘন্টা, ৬ ঘন্টা, ৩ ঘন্টা ও ১ ঘন্টা বার্তাগুলি অদৃশ্য হওয়ার জন্য একটি টাইমার সেট করার অনুমতি দেবে। বর্তমানে কিন্তু এতগুলি নেই বরং ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিন মাত্র তিনটি অপসন আছে। হোয়াটসঅ্যাপ যে প্রতিদিন গ্রাহকদের খেয়াল রাখছে তা আলাদা করে বলার দরকার হবে না। তাই এবার থেকে নিজের চ্যাট আপনারা অনায়েসেই নিজের কাছে সুরক্ষিত করে রাখতে পারবেন।