News

লাইন দিয়ে নয়, বাড়ি বসেই করতে পারবেন ই-রেশন কার্ড ডাউনলোড, কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

আমরা সকলেই ভারতবর্ষের নাগরিক। আর সেক্ষেত্রে প্রতিটি নাগরিকের রেশন কার্ড (Ration Card) থাকা বাধ্যতামূলক। কেননা এটি দরকারি ডকুমেন্টস গুলির মধ্যে একটি। আর রেশন কার্ড থাকলেই আপনি সরকারের দেওয়া রেশন গ্রহণ করতে পারবেন। তবে, রেশন কার্ডেরও রয়েছে বিভিন্ন ভাগ। মানুষের আর্থিক অবস্থার উপর নির্ভর করে রেশন কার্ড দেওয়া হয়। যে মানুষের আর্থিক অবস্থা যতটা কম তার ক্ষেত্রে তত বেশি খাদ্য বরাদ্দ করা হয়। আর এই প্রক্রিয়া চলছে বহু বছর।

তবে, অনেকেই আছেন যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান। এমনকি রেশন কার্ডের ভুল সংশোধন করতে চান। সেক্ষেত্রে তাহলে আপনি অনলাইনের মাধ্যমেই এটি করতে পারবেন। আর এটিকে ই-রেশন কার্ড বলা হয়। কিন্তু এটিকে কিভাবে করবেন তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক সেগুলি কি কি।

  1. ই-রেশন কার্ড পেতে প্রথমেই আপনাকে food.wb.gov.in এই সাইটে যেতে হবে।
  2. এরপর ওয়েবসাইটটি খুলে গেলে ডানদিকে আপনি আপনার পছন্দমতো ভাষা নির্বাচন করতে পারবেন।
  3. আর তারপরই এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে বেশ কিছু অপশন রয়েছে। আর সেখানেই রয়েছে ই-রেশন কার্ড অপশন।
  4. তারপর এই লিঙ্কে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলবে। আর সেখানেই দেখতে পাবেন ডাউনলোড ই-রেশন কার্ড অপশন।
  5. এরপর নতুন একটি অপশন খুলবে। সেখানে আপনার রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরির তথ্য চাওয়া হবে।
  6. তারপর ক্যাপচা কোড দিয়ে সার্চ করতে হবে। আর তাহলেই আপনি আপনার ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।

তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে আপনি ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।