
হাজার হাজার প্রার্থী অপেক্ষায় থাকেন বিভিন্ন সরকারি চাকরির নোটিসের জন্য। সেই কারণেই আবারো একটি দুর্দান্ত রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা ও ভারতীয় নাগরিক হলেই এই চাকরিগুলির জন্য আবেদন জানানোর সুযোগ মিলবে। নিচে এই চাকরি সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হলো।
১) পদের নাম – AYUSH MO
বয়স – ৬৫ বছর বয়স পর্যন্ত প্রার্থী আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা – AYUSH MO পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত HMO/AMO/UMO প্রার্থীরা আবেদন জানাতে পারেন। আয়ুশ সম্পর্কে ধারণা থাকা একান্তভাবে জরুরি।
বেতন – এই পদে চাকরি হলে প্রার্থী প্রতিদিন ১০০০ টাকা বেতন পাবেন। তবে মাসে ২০ দিন হিসাব করে ২০০০০ টাকা বেতন দেওয়া হবে।
২) পদের নাম – অ্যাকাউন্ট্যান্ট
বয়স – উপরিউক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সের উর্দ্ধসীমা ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা – অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা কম্পিউটারে অ্যাকাউন্টসের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন
বেতন – অ্যাকাউন্ট্যান্ট পদে মাসে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
৩) পদের নাম – গ্রুপ ডি
বয়স – এই পদের ক্ষেত্রেও বয়সের উর্দ্ধসীমা ৬২ বছর।
শিক্ষাগত যোগ্যতা – গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরাই জায়গা পাবেন।
বেতন – এই পদে মাসিক ৮ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
৪) আবেদন পদ্ধতি –
উপরের পদগুলিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগের করা হবে। প্রথমে https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/12741.pdf এই ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তির নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করুন। সব নথি দিয়ে পূরণ করে যেদিন ইন্টারভিউ হবে উক্ত দিনে যাবতীয় নথিপত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবেন।
৫) ইন্টারভিউ স্থান ও সময় –
আগামী ২১ মার্চ, ২০২৩ সালে সকাল ১০টার মধ্যে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে বলা হয়েছে।
স্থান – Office of the Chief Medical Officer of Health, Lalbagh, Debi Bari Road, Cooch Behar, PIN- 736101