News

রাজ্য সরকারের নতুন প্রকল্প, এবার প্রতি মাসে ১ হাজার টাকা পাবেন জনগন! জেনে নিন বিস্তারিত

সাধারণের কথা চিন্তা করে একের পর এক প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিধবা, শ্রমিক থেকে আদিবাসী মানুষ। সকলকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ঠিক তেমনই একটি প্রকল্প রয়েছে বয়স্কদের জন্য। বৃদ্ধরাও যাতে প্রতি মাসে আর্থিক সাহায্য পান সে কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে চালু হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প। কী এই প্রকল্প? কারা পাবেন সুবিধা? কোথা থেকেই বা করতে হবে আবেদন? আজকের প্রতিবেদনে তুলে ধরা হল সমগ্র বিষয়গুলি।

  • বার্ধক্য ভাতা কী : 60 বছর বয়স পেরিয়ে গেলে উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেলেন সাধারণ। এমন অনেকে রয়েছেন যারা সংসারে একা থাকার কারণে জোটে না দুবেলা দুমুঠো খাবার। সেই সমস্ত ব্যক্তিদের কথা চিন্তা করে এই প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নারী হোক কিংবা পুরুষ উভয় পাবেন এই প্রকল্পের সুবিধা।
  • টাকার পরিমাণ : বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক মাসে পাবেন 1000 টাকা করে। নির্দিষ্ট তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এই টাকা।
  • আবেদন করার যোগ্যতা : আবেদনকারীর বয়স ন্যূনতম হতে হবে 60 বছর। তবে যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা 55 বছর বয়সেই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।
  • প্রয়োজনীয় নথি : এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
  • কোথায় পাওয়া যাবে ফ্রম : রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের একটি প্রকল্প হওয়ার কারণে ওয়েবসাইটে পাওয়া যাবে ফ্রম। এছাড়াও বিভিন্ন বিডিও অফিসে গিয়েও আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে সম্প্রতি ফের একবার রাজ্যে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন আবেদনকারীরা।