HS Result 2023 : পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন! কবে বেরোবে রেজাল্ট? জানুন ক্লিক করে

CBSC ও ICSC বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। এবার পালা WBCHSE বোর্ডের। রেজাল্ট মানেই চিন্তার মস্ত বড়ো পাহাড় জমা হয় পরীক্ষার্থী থেকে অভিভাবক সবার মধ্যে। সম্প্রতি, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন ১৯সে মে মাধ্যমিকের ফলাফল বেরোবে। যার ফলে উচ্চমাধ্যমিকের রেজাল্ট আরও পিছিয়ে যাবে।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্ৰকাশের তারিখ পিছিয়ে যাওয়ায় মাথায় হাত কলেজে ভর্তির আশায় বসে থাকা পড়ুয়াদের। কারণ এই রেজাল্টের উপর ভিত্তি করেই পরবর্তী উচ্চ শিক্ষার দিকে অগ্রগতি হবে সব পড়ুয়াদের। তাই রেজাল্ট দেরি করে প্রকাশ পেলে কলেজে ভর্তি হতেও খুব দেরি হবে। কিন্তু কবে হবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ?
সূত্রের খবর, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে জুন মাসের ১০ তারিখের মধ্যে। যদিও পর্ষদ থেকে কিছু সরাসরি জানানো হয়নি। খুব শীঘ্রই রেজাল্ট সম্পর্কিত আপডেট প্রকাশ্যে আনবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলে খবর। তবে যেদিন ফলাফল বেরোবে বাড়ি বসেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সেই ফলাফল দেখবেন জানেন? নিচে ধাপে ধাপে দেখে নিন –
১) wbresults.nic.In কিংবা wbchse.wb.gov. in এই দুটি ওয়েবসাইট ওপেন করুন।
২) এরপরে West Bengal Higher Secondary Examination Result 2023 লিংকে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে পূরণ করুন।
৪) ‘Submit‘ বোতাম ক্লিক করে দিন।
৫) এবার আপনার রেজাল্ট ও প্রাপ্ত নম্বর স্ক্রিনের উপরে ভেসে উঠবে।
৬) আপনি চাইলে সেই পেজ ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
আবার আপনি WB12 রোল নম্বর টাইপ করে 5676750 অথবা 58888 নম্বরে সাধারণ মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। দেখবেন কিছু সময় পরেই রেজাল্ট সেখানে পাঠিয়ে দেওয়া হবে। প্লে স্টোর থেকে WBCHSE Results 2023 অ্যাপটি ইনস্টল করেও সেখান থেকেই আপনি রেজাল্ট দেখতে পাবেন।