NewsTech News

Jio Electric Scooter : বাজারে আসতে চলেছে নতুন জিও ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ৭৫ কিমি! জেনে নিন ফিচার্স

দেশের সবথেকে ধনী ব্যক্তির নাম কি? এক মুহুর্ত চিন্তা না করে আপনার উত্তর হবে আম্বানি গোষ্ঠী। মুকেশ আম্বানি ও তাঁর পরিবার কার্যত এক দশকের থেকেও বেশি সময় ধরে দেশের ধনীর তালিকায় নিজেদের বজায় রেখেছেন। রিলায়েন্স জিও এনে টেলিকম বাজারে এক আলাদাই প্রতিযোগিতার আহ্বান জানিয়েছিলেন তারা। এবার আবারো একবার সেই তালিকায় যুক্ত হলো অটোমোবাইল। চিরাচরিত তেলের গাড়ি প্রায় উঠে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে ইলেকট্রিক গাড়ি। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থার মালিক মুকেশ আম্বানি।

খুব শীঘ্রই ভারতের বাজারে নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা Jio। শুনতে অবাক লাগলেও কার্যত এই খবর সামনে আসতে হইচই পরে গেছে সব জায়গায়। তাহলে চলুন সেই স্কুটারের দাম থেকে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেওয়া যাক।

মডেল নাম – একটি নয় বরং দুটি স্কুটার লঞ্চ করবে তারা। Jio R এবং Jio R Pro নামের দুটি স্কুটার সামনে আসবে।

লুকস ও পারফরমেন্স – আধুনিক ফিচারের সঙ্গে রাখা হবে আধুনিক লুক। চালককে সবার থেকে আলাদা ও ভিন্ন ফিলিংস দেবে এই স্কুটার।

রং – এই ইলেকট্রিক স্কুটার ১০ টি ভিন্ন রঙে ভারতের বাজারে উপলব্ধ হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

ব্যাটারি – ৩.০ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারী এই স্কুটারে দেওয়া হয়েছে।

দূরত্ব – একবারের চার্জে ৭৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে এই ই-স্কুটার।

দাম – এই স্কুটারের মোট দাম সম্পর্কে এখনও জানা যায়নি ঠিকই। আপনি বাড়ি বসে মাত্র ১৭,০০০ টাকার বিনিময়ে এই স্কুটার বুক করতে পারবেন।

কিভাবে বুক করবেন –

  • আপনাকে প্রথমে জিওর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
  • সেখান থেকে একটি আইডি নম্বার পাবেন আপনি।
    সেই নম্বর নিয়ে চলে যাবেন রিলায়েন্স ডিজিটাল স্টোরে।
  • সেখানে এই কুপন দেখে অর্ডার নিশ্চিত করা হবে।
    তারপরে আপনি নির্দিষ্ট সময়ে সেই গাড়ির ডেলিভারি পাবেন।

বিঃদ্রঃ – জিও-র তরফ থেকে এখনও পর্যন্ত Jio Electric Scooter-এর কোনো খবর নিশ্চিত করা হয়নি। তাই সেক্ষেত্রে Humppy. com এই খবরের সত্যতা যাচাই করেনি।