
স্মার্ট ফোনের বাজারে এখন সবথেকে এগিয়ে কোন কোম্পানি? এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাথা চুলকাতে বাধ্য আপনি। এক সে এক কোম্পানি এখন ভারতের বাজারে নিজেদের দুর্দান্ত সব স্মার্ট ফোন নিয়ে হাজির হচ্ছেন। যেখানে স্যামসাঙ থেকে ভিভো, ওপ্পো, সাওমি এমনকি চিরাচরিত নোকিয়া সামিল হয়েছে। কোম্পানি গুলির বিভিন্ন ফোন এখন ভারতের বাজারে যেন রাজ করছে। দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্সের জন্য জনপ্রিয় হয়েছে এই ফোন। আজ তেমনই ১০,০০০ টাকার নিচে এমন ৫টি স্মার্ট ফোন দেখাবো যা দেখলেই কিনতে ইচ্ছে করবে। তাহলে চলুন সেই ফোনগুলি দেখে নেওয়া যাক –
1. Motorola E32 :
প্রথমেই যে ফোনটির কথা উঠে আসবে তা হলো Motorola E32। অনলাইনে Amazon থেকে এই ফোন মাত্র ৮,৪৯৯ টাকায় কিনতে পারবেন। ৫০ মেগাপিক্সেল ও সাথে ২ মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। ৯০ হার্জ ডিসপ্লে- ফিচার থাকছে এই ফোনে। তবে এখন যা দরকার সবথেকে বেশি মানুষের তা হলো ৮ এমপি সেলফি ক্যামেরা। যত খুশি ছবি তুলুন আর শেয়ার করুন।
2. Tecno Spark 9T :
Amazon থেকে মাত্র ৮,৪৯৯ টাকায় বাড়ি বসে এই ফোন কিনতে পারবেন। সাথেই এই ফোনে থাকবে ৫০ MP প্রাইমারি ক্যামেরা। সাথেই হেলিও জি৩৫ গেমিং প্রসেসর। ৫০০০ MAH ব্যাটারি যার ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। তাই অনায়েসেই আপনি এই টেকনো নতুন ফোনে দুনিয়া জয় করতে পারবেন।
3. POCO C55 :
এই লিস্টে POCO কোম্পানির এই দারুন কোয়ালিটির ফোনটি না থাকলে কার্যত অসম্পূর্ণ থাকবে। ক্যামেরার জন্য POCO ফোনের কদর আছে প্রথম থেকেই। ৫০ MP প্রাইমারি ক্যামেরা থাকবে। সাথেই ৫০০০ MAH ব্যাটারি যা দুর্দান্ত চালাতে পারবেন। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকবে যার ফলে আপনার এক্সপেরিয়েন্স হবে একদম স্মুথ। বাড়ি বসে Flipkart থেকে ৭,৯৯৯ টাকায় এই ফোন কিনুন।
4. REDMI 10 :
এই কোম্পানির সম্পর্কে নিশ্চয়ই আপনাকে আলাদা করে কিছু বলে দিতে হবে না। পৃথিবীতে সবথেকে চর্চিত একটি ফোনের কোম্পানি REDMI। তাই তাদের REDMI 10 ব্যবহারে আপনি পাবেন এক দুর্দান্ত এক্সপেরিয়েন্স। ক্যামেরা হিসাবে ৫০ MP ব্যাক ক্যামেরা ও ২ MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ৬০০০ MAH ব্যাটারি থাকবে যা খুবই পাওয়ারফুল। সাথেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকবে। Flipkart থেকে মাত্র ৯,৪৯৯ টাকায় এই ফোনটি নিজের করে নিতে পারবেন।
5. Realme C33 2023 :
Oppo কোম্পানির আরেকটি ব্র্যান্ড এই Realme। সস্তায় পুষ্টিকর ফোন চাইলে এই কোম্পানি আপনার জন্য আছে। ফিচার্স বলতে ৫০ MP প্রাইমারি ক্যামেরা থাকবে। ৫০০০ MAH ব্যাটারি যার পারফরমেন্স হবে খুব স্মুথ। আর থাকছে ইউনিসক টি৬১২ প্রসেসর। Amazon থেকে মাত্র ৯,৯৯৫ টাকায় কিনতে পারবেন।