FinanceNationalNews

৭টাকা করে জমালেই ৬০ বছর বয়সের পর পাবেন ৫০০০ টাকা পর্যন্ত পেনশন, দুর্দান্ত স্কিম আনলো কেন্দ্র সরকার

Advertisement

প্রতিটি মানুষ নিজের অবসর জীবন সুন্দর ভাবে কাটাতে চায়। সেই কারণে বিভিন্ন স্কিমে নিজের জমানো টাকা ব্যয় করেন সবাই। ২০১৫ সালে দেশের ষাট বছরের বয়সীদের জন্য শুরু করা হয়েছিল ‘অটল পেনশন যোজনা’। অসংগঠিত মানুষদের উদ্দেশ্যেই এই স্কিম ভারত সরকার শুরু করে। পরে অবশ্য এই প্রকল্প সবার জন্যই চালু হয়। মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধ-বার্ষিক এই তিন ধরণের প্ল্যান আছে অটল পেনশন যোজনায়।

 

১০০০ টাকা থেকে শুরু করে ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা অব্দি পেনশন পাওয়ার সুযোগ আছে। স্বামী-স্ত্রী যদি একটি পরিবারের হন তাহলে প্রতি মাসে ১০০০০ টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পেতে পারবেন। ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত দেশের যে কোনো নাগরিক এই অটল পেনশন যোজনায় নিজের নামে ঢুকাতে পারবেন।

 

অসংগঠিত মানুষ দেশে বেশি তাই তাদের কথা চিন্তা করে এর প্রিমিয়াম খুবই কম রাখা হয়েছে। মাত্র ৭ টাকা জমা দিলে পাওয়া যাবে ৫০০০ টাকা প্রতি মাসে। এই স্কিমটিতে ৬০ বছরের পরে প্রতি বছর পাওয়া যাবে ৬০,০০০ টাকা। এই অটল পেনশনের মাধ্যমে অবশরের পরে প্রতিমাসে কোনো ব্যক্তি ১০০০ থেকে ৫০০০ টাকা পাবেন। প্রতি ছয় মাসে ১২৩৯ টাকা বিনিয়োগ করতে হবে, তাহলে ৬০ বছর পর থেকে প্রতি মাসে ৫০০০ টাকা পাওয়া যাবে। তাহলে প্রতি বছর পেনশন পাওয়া যাবে ষাট হাজার টাকা অব্দি।

 

মাসে যদি ২১০ টাকা অর্থাৎ ৭ টাকা প্রতিদিন হিসাবে কেউ জমাতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা করেই পাবেন প্রতি মাসে। ১৮ বছর বয়স থেকেই শুরু করা যেতে পারে এটি। শ্রমিকদের ভবিষৎ ভালো করার জন্যই এই প্রকল্পটি চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)

 

তবে এই টাকা যদি তিন মাস পর পর দেওয়া হয় তাহলে ৬২৬ টাকা দিতে হবে এবং ৬ মাস পর পর দেওয়া হলে ১২৩৯ টাকা করে দিতে হবে। ১৮ বছর বয়স থেকে প্রতি মাসে ৪২ টাকা করে জমা দিলে ৬০ বছরের পরে আজীবন ১০০০ টাকা করে পেনশন পাবেন।

 

তবে কেউ যদি এটি ৩৫ বছর বয়স থেকে শুরু করেন ও এবং ৬০ বছর পরে আজীবন ৫০০০ টাকা পেনশন পেতে চায় তাহলে তাকে বাকি ২৫ বছর ৬ মাস অন্তর ৫৩২৩ টাকা করে জমা দিতে হবে। ২.৬৬ লক্ষ টাকা তার মোট বিনিয়োগ হয়ে যাবে এবং সে প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন পাবে। ইনকাম ট্যাক্স কোনো ধরণের ৮০সিসিডি অনুযায়ী ট্যাক্স কাটবে না, সম্পূর্ণ ছাড় পাওয়া যাবে।