NewsFinance

Mamta Banerjee : মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! এখন মহিলারা বাড়ি বসেই পাবেন 1 হাজার টাকা, জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

Mamta Banerjee: পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকেই মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamta Banerjee) ২০১১ সালে প্রথমবার সরকার গঠন করার পরেই ২০১৩ সাল থেকে কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Scheme) সূচনা করেন। তারপর ২০২০ সালের ১লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার (Duyare Sarkar) প্রকল্প জারি করেন। সেখানেই সকল মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakkhi Bhandar) প্রকল্প কার্যকর করেছিল রাজ্য সরকার।

Know About The New Statement Of Mamta Banerjee

এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ২৫ বছরের উর্দ্ধ বয়সী বাড়ির মেয়ে-বউরা নিজেদের ক্যাটাগরি অনুসারে ৫০০-১০০০ টাকা করে প্রতি মাসে পাবেন। বিশেষত সবাইকে স্বনির্ভর করার কারণেই এই প্রকল্পের (Scheme) সূচনা করা হয়েছিল। বাড়ি বসে কার্যত এই টাকা পেয়ে বহু মহিলা ব্যবসা কিংবা অন্যান্য কাজ শুরু করেছেন। স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) ছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে না পারার শর্ত তুলে নিয়েছে রাজ্য সরকার।

জানা গেছে, এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও প্রত্যেক মহিলা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের আওতায় নিজের নাম আবেদন করতে পারবেন। নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প আবারো চালু হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী, বিধবা ভাতা সহ অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রেও বিপুল আবেদনপত্র জমা পড়েছে।

ক্যাম্পের প্রথম দিনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্যের ১ লক্ষ ৩৫ হাজার মহিলা আবেদন জানিয়েছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় প্রায় ৬০,০০০ আবেদনপত্র জমা পড়েছে। মোট পাঁচদিন (Five Days) এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনিও যদি ঘরে বসে ১০০০ টাকার সুবিধা নিতে চান তাহলে অতি অবশ্যই নিকটবর্তী ক্যাম্পে গিয়ে নিজের নাম নতিভুক্ত করতে ভুলবেন না।