বাজারে এলো মধ্যবিত্তের মসিহা Pure EV ePluto 7G Pro, এক চার্জে চলবে ১৫০ কিমি!

পেট্রোল কিংবা ডিজেল নয় বরং সবাই বর্তমানে ইলেকট্রিক গাড়ি কিংবা স্কুটারের দিকেই বেশি ঝুঁকছে। তেলের যা দাম তাতে মানুষ পকেটের শান্তি পাচ্ছে ব্যাটারী চালিত গাড়ির উপরেই। একের পর এক অনেক কোম্পানি তাদের নতুন ই-স্কুটার বাজারে নিয়ে এসেছে। এবার সেই তালিকাতেই নাম লিখালো ভারতীয় হায়দরাবাদ ভিত্তিক দুই চাকার গাড়ি নির্মাতা কোম্পানি পিউর ইভি। দুর্দান্ত তাদের নতুন এই ই-স্কুটার কার্যত সব মানুষের নজরে এসে গেছে ইতি মধ্যেই। তাহলে চলুন সেই স্কুটারের দাম থেকে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেওয়া যাক।
মডেল নাম – নতুন ই-স্কুটারটির নাম রাখা হয়েছে পিউর ইভি ইপ্লুটো ৭জি প্রো (Pure EV ePluto 7G Pro)।
লুকস ও পারফরমেন্স – আধুনিক ফিচারের সঙ্গে রাখা হয়েছে রেট্রো লুকস। এই ই-স্কুটার আপনাকে পুরোনো দিনের স্কুটারের কথা মনে করিয়ে দেবে।
রং – ম্যাট ব্ল্যাক, গ্রে বা ধূসর এবং হোয়াইট বা সাদা এই তিনটি রঙে নতুন ইলেকট্রিক স্কুটারটি বাজারে আসবে।
ব্যাটারি – এআইএস ১৫৬ বিশিষ্ট ৩.০ কিলোওয়াট ব্যাটারি এই স্কুটারে দেওয়া হয়েছে। সাথেই ১.৫ কিলোওয়াট যুক্ত বৈদ্যুতিক মোটর থাকবে।
দূরত্ব – একবারের চার্জে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে এই ই-স্কুটার।
অন্যান্য ফিচার্স – স্কুটারটিতে ৩ টি রাইডিং মোড রয়েছে। স্পোর্টস মোডে দিয়ে ড্রাইভ করলে এক্সপেরিয়েন্স হবে খুব স্মুথ।
দাম – এই স্কুটারের দাম শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এক্স শোরুম প্রাইস স্টার্ট হচ্ছে ৯৪ হাজার ৯৯৯ টাকা থেকে।
খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই স্কুটার। সিইও রোহিত ভাদেরা সেই ইঙ্গিতই সকলকে দিয়েছেন।