
প্রতিদিন এখন বিভিন্ন ফোন লঞ্চ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি কোম্পানি হলো ONE PLUS। ভারতের বাজারে তাদের ব্যাপক আধিপত্য বিস্তার করেছে। প্রতিমাসে কোনো না কোনো ফোন লঞ্চ হয়ে চলেছে। বিক্রেতাদের একটার থেকে একটা সেই ফোন পছন্দ হয়। সম্প্রতি ভারতে 5G পরিষেবা চালু হয়েছে। ইন্টারনেটে চোখের নিমেষে এমন গতি পাওয়ার জন্য দরকার দুর্দান্ত স্মার্ট ফোনের। অসাধারণ ফিচার্স যুক্ত One Plus কোম্পানির নতুন ফোন বর্তমান ভারতের বাজারে যেন রাজ করছে। দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্সের জন্য জনপ্রিয় হয়েছে এই ফোন। চলুন ফোনটির ফিচার্স থেকে দাম সবকিছুই খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Model: OnePlus Nord CE 3 Lite
Display: 6.72 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সাথেই গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
Battery : 5000 Mah ব্যাটারির সাথেই পাবেন 67 W যুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট।
Storage: 8 GB RAM/16 GB RAM + 256 GB স্টোরেজ দুটি ভেরিয়েন্ট পাওয়া যাবে এই ফোনের।
Processor: স্ন্যাপড্র্যাগন 695 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনার গেমিং এক্সপেরিন্স হবে অতুলনীয়।
Camera : 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা + 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর + 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। সেলফি প্রেমীরা পাবেন 16 মেগাপিক্সেল যুক্ত দুর্দান্ত সেলফি ক্যামেরা।
Price: এবার আসা যাক ফোনটির দাম সম্পর্কে। ফোনটির দাম ধার্য হয়েছে মাত্র 19,999 টাকা।