News

Yulu Wynn : লাগবে না লাইসেন্স! এক চার্জেই চলবে ৬৮ কিমি, মাত্র ৬ হাজারের বিনিময়ে আজই বাড়িতে আনুন দুর্দান্ত এই স্কুটার

পেট্রোল কিংবা ডিজেল পৃথিবীতে ধীরে ধীরে শেষ হয়ে আসছে। অগত্যা মানুষ ঝুঁকছে ইলেকট্রিক গাড়ি কিংবা স্কুটারের দিকেই। দেশে তেলের দাম আকাশ ছোঁয়া। যার ফলে মানুষ পকেটের শান্তি পাচ্ছে ব্যাটারী চালিত গাড়ির উপরেই। একের পর এক অনেক কোম্পানি তাদের নতুন ই-স্কুটার বাজারে নিয়ে এসেছে। এবার সেই তালিকাতেই নাম লিখালো আরও একটি কোম্পানি। তাহলে চলুন সেই স্কুটারের দাম থেকে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেওয়া যাক।

Model: Yulu Wynn

Model Looks: আধুনিক ফিচারের সঙ্গে রাখা হয়েছে সম্পূর্ণ নতুনত্ব লুকস।

Battery: হাই ক্যাপাসিটি ৫১ V/19.3 Ah যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে।

Speed: সর্বাধিক ২৪.৯ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যেতে সক্ষম হবে এই ই-স্কুটার।

Milage: একবারের চার্জে ৬৮ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে এই ই-স্কুটার।

Long Wheel: 12 ইঞ্চির বড় হুইল থাকবে যা রাস্তায় স্ক্রিট করবে না।

Suspension: ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার শক অ্যাবজ়র্বার সাসপেনশন রয়েছে স্কুটারটিতে।

Extra Features: 250 W মোটর এবং অপ্টিমাম পারফরম্যান্সের জন্য একটি BLDC মোটর। স্কুটারের ডিজ়াইন, আকার ও আয়তন যতটা সম্ভব ছোট রাখা হয়েছে।

No Licence Needed: Yulu Wynn ইলেকট্রিক স্কুটার চালাতে আপনার লাইসেন্সের প্রয়োজন হবে না।

Price and Financing Option: এই স্কুটারের দাম শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এক্স শোরুম প্রাইস স্টার্ট হচ্ছে ৫৫,০০০ টাকা থেকে। ৩ বছরের জন্য ৯.৭% সুদের হারে EMI করতে পারবেন। শুরুতে আপনাকে ৬,০০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে প্রতিমাসে আপনাকে দিতে হবে ১৭৫০ টাকা।

বিঃদ্রঃ – কোম্পানির ওয়েব সাইট থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।