Maruti Alto 2023 : মাইলেজ 40KM! বাজারে আসতে চলেছে নতুন প্রজন্মের Alto, কিনুন মাত্র 3 লাখে

‘মারুতি সুজুকি’ বছরের পর বছর যেন ভারতীয়দের কাছে এক ভরসার নাম হয়ে উঠেছে। সহজলভ্য দামে, এমন দুর্দান্ত জিনিস যা হোয়ে উঠেছে সবার কাছে প্রথম পছন্দের। ২০০০ সালে মারুতি সুজুকি (Maruti Suzuki) কোম্পানি তাদের গাড়ি ভারতের বাজারে লঞ্চ করে। এত কমদামে মধ্যবিত্ত পরিবারের গাড়ির সাধ মেটানোর এই পথ ছিল একমাত্র আশ্রয়। সময়ের সাথে সাথে এই গাড়িও একের পর এক নিজের ভোল বদল করে বাজারে প্রকাশ পেয়েছে। তবে এখানেই শেষ নয় আবারো সম্পূর্ণ নতুনভাবে ভারতের বাজারে আসছে Alto গাড়িটি।
কম দামে আরও উন্নত ও দুর্দান্ত টেকনোলজি নিয়ে আবারো উপস্থিত অলটো গাড়ি। আর এই প্রতিবেদনেই আপনাদের জানাবো সম্পূর্ণ তথ্য। দাম থেকে ফিচার্স খুঁটিনাটি এই একটি প্রতিবেদনেই আপনাদের সামনে থাকছে।
Model – Maruti Alto 2023
Engine – নতুন গাড়িতে 1462cc ইঞ্জিন ব্যবহার করা হবে।
Power – 103.26bhp শক্তি এবং 138NM টর্ক জেনারেট করতে সক্ষম হবে নতুন অলটো।
Light – নতুন LED হেড ল্যাম্প ও পার্কিং লাইট দেওয়া হয়েছে।
Technology – ‘এজিএস’ এবং ‘এএমটি’ নামের দুটি প্রযুক্তি থাকছে গাড়িতে।
Others Technology – ডুয়াল জেট ইউনিট, ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, সানরুফ, বৈদ্যুতিক পার্কিং ব্রেক, অটো এয়ার পিউরিফায়ার, প্যাডেল শিফটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটারের মতো বিশেষ টেকনোলজি থাকবে এই গাড়িতে।
Price – গাড়িটির দাম শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। ৪ লক্ষ টাকার থেকেও কম দামে বিক্রি করা হবে এই গাড়ি ভারতের বাজারে।