
Maruti Suzuki Swift 2024: ‘মারুতি সুজুকি’ নামেই ভারতের বাজারে একটা ভরসার নাম। বছরের পর বছর এক নম্বরে দাঁড়িয়ে আছে এই কোম্পানি। কম দামের জন্য সবথেকে বেশি বিক্রি করা হয় এই গাড়ি। সহজলভ্য দামে, এমন দুর্দান্ত জিনিস যা হয়ে উঠেছে সবার কাছে প্রথম পছন্দের। ২০০৫ সালে মারুতি সুজুকি (Maruti Suzuki) কোম্পানি তাদের ‘Swift‘ গাড়ি ভারতের বাজারে লঞ্চ করে। অল্প দামে মধ্যবিত্ত পরিবারের গাড়ির সাধ মেটানোর জন্য এই গাড়ি ছিল একমাত্র ভরসার। সময়ের সাথে সাথে এই গাড়িও একের পর এক নতুন নতুন আপডেট দিয়ে লঞ্চ করেছে। আর এই প্রতিবেদনেই আপনাদের জানাবো দাম থেকে ফিচার্স খুঁটিনাটি সব তথ্য।
Model – Maruti Suzuki Swift 2024
Engine – নতুন গাড়িতে ১.২ লিটারের তিন সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে।
Light – নতুন LED হেড ল্যাম্প, পার্কিং লাইট, সাইড ইন্ডিকেটর দেওয়া হবে এই গাড়িতে।
Milage: এক লিটার পেট্রোলের এই নতুন সুইফট ৩৫-৪০ কিলোমিটার যেতে সক্ষম হবে।
Technology : অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে, সফটওয়্যার আপডেটের সুবিধা, সুজুকি ভয়েস অ্যাসেস্ট, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার মতো বিশেষ টেকনোলজি থাকবে এই গাড়িতে।
Price: গাড়িটির দাম শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। ৫.৯৯ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ থেকেও কম দামে বিক্রি করা হবে এই গাড়ি ভারতের বাজারে।