News
AC Side Effects : দিনের বেশিরভাগ সময় থাকেন এসিতে? তবে সাবধান! হতে পারে এই বিপদ

বর্তমান সময়ে দাঁড়িয়ে গরমে মানুষজনের রীতিমতো নাকাল অবস্থা। আর তাই বেশিরভাগ সময়ই মানুষজন এসিতে সময় কাটাচ্ছেন। কিন্তু তাতে শারীরিক আরাম হলেও আবার অন্যদিকে কিন্তু শরীরের ক্ষতিও হচ্ছে। কি সেই ক্ষতি জানেন কি? চলুন তা জেনে নেওয়া যাক।
- শুস্ক ত্বক : বেশিক্ষণ এসিতে থাকার ফলে আপনার ত্বক খুব শুস্ক হয়ে যাবে। তবে আবার কয়েকঘন্টা বাইরে থাকার ফলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু শুস্ক ত্বক স্বাভাবিকের চেয়ে অনেক সময় থাকতে পারে।
- শ্বাসকষ্ট : বেশিক্ষণ এসিতে থাকলে গলা ব্যাথা, শুস্ক গলা, চোখ দিয়ে জল পরা, শ্বাসকষ্টের মতো জটিল সমস্যাও হতে পারে। এমনকি এটি ফুসফুসেও প্রভাব ফেলতে পারে।
- ডিহাইড্রেশন : অন্যান্য ঘরের তুলনায় এসি ঘরে ডিহাইড্রেশন বেশি হয়। কেননা, এসি রুম থেকে অত্যাধিক পরিমানে আদ্রতা শোষণ করে নেওয়া হয়। যার ফলে নিজেকে ডিহাইড্রেট মনে হয়।
- মাথাব্যথা : আপনি যদি হঠাৎ হঠাৎ এসি থেকে বাইরে যান তাহলে আপনার মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে।
- অলসতা : খুব বেশি সময় ধরে যদি আপনি এসিতে থাকেন তাহলে অলসতা আপনাকে ঘিরে ধরবে।
- অ্যালার্জি : অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে, এসি সঠিকভাবে স্যানিটাইজ না করলে অ্যালার্জি হয়। এক্ষেত্রে নিয়মিত এসি স্যানিটাইজ করা জরুরি।