কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, জানুন সচিন তেন্ডুলকরের সম্পত্তির পরিমাণ

২০২৩ নতুন বছর শুরু হয়ে গেছে আর সাধারণ মানুষও সেলেব্রেটিদের জীবন সম্পর্কে জানতে শুরু করেছেন। ভারতীয় ক্রিকেট দলের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) কোনো সিনেমার হিরোর থেকে কম নয়। তার জীবন নিয়ে সাধারণ মানুষ সবসময়ই বিভিন্ন তথ্য জানতে চান। তাই আমরা আজ আপনাদের জন্য সচিন তেন্ডুলকরের বাড়ি, গাড়ি, সম্পত্তি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে।
১) প্রথমেই আসা যাক তার বাড়ির সম্পর্কে:
২০০৯ সালে মুম্বাইয়ের বাঁন্দ্রায় সমুদ্রের ঠিক পাশে ৩৫ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল বাড়ি তৈরী করেছেন। এখন যার মূল্য নাকি ৬০ কোটি টাকার থেকেও বেশি। এটা ছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় জমি ও বাড়ি কেনা আছে তার যার মোট মূল্য ৫২০ কোটি টাকা।
২) গাড়ি : সচিন তেন্ডুলকর প্রথম থেকেই গাড়ির শখ ছিল যে কারণে ভারতীয় টিমে খেলার পরে একটি নীল রঙের Maruti800 কিনেছিলেন তিনি সেটা এখনও নিজের কাছে রেখে দিয়েছেন। তা ছাড়াও ৪২ লাখ টাকার Ferrari 360 Modena আছে তেমনই আছে ২.৫ কোটি টাকার Nissan GT-R। তাছাড়াও BMW i8, BMW M5, Mercedes-Benz, BMW X5M, BMW M6 এই গাড়ি গুলি আছে তার গ্যারাজে। জানা গেছে মোট ১৫ কোটি দামের থেকেও বেশি গাড়ি আছে সচিন তেন্ডুলকরের বাড়িতে।
৩) নিজের ব্র্যান্ড : ২০১৭ সালে সচিন ভারতে অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সাথে হাত মিলিয়ে ‘Sachin by Spartan’ নামের নিজস্ব ব্র্যান্ড খোলেন। যেখানে ২০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে বিভিন্ন খেলার সরমজাম পাওয়া যায়।
৪) ব্র্যান্ড এন্ডর্সমেন্ট : বর্তমানে Pepsi, Adidas, TVS, MRF, Britannia, Canon, Philips, VISA, Reynolds,, Sanyo BPL, Boost, Toshiba, G-Hanz, Sunfeast, Airtel, Castrol India, Coca-Cola, Colgate বিজ্ঞাপনের কাজ করে থাকেন তিনি। এর মধ্যে বছরে ১৭-২০ কোটি টাকা বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নেন তিনি। আর যেমন MRF, Boost, TOSHIBA এই ধরণের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আরও বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন।
৫) মোট সম্পত্তি : ২০২৩ সালে দাঁড়িয়ে সচিন টেন্ডুলকারের মোট সম্পত্তি ১৬৫ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৩৫০ কোটি টাকা। বছরে নিজের ৫০ কোটি টাকার থেকেও বেশি আয় হয়। সাথেই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে সে।
৬) অ্যাওয়ার্ড : ১৯৯৯ সালে ভারতের চতুর্থ উচ্চ অসামরিক অ্যাওয়ার্ড পদ্মশ্রী পায় তিনি। ২০০৮ সালে ভারতের দ্বিতীয় উচ্চ অসামরিক অ্যাওয়ার্ড পদ্মভূষণ পান। আর সবশেষ ২০১৪ সালে দেশের সবথেকে উচ্চ সম্মান ভারত রত্ন দেওয়া হয়।
তিনি একজন খেলোয়াড় নয় বরং পৃথিবীর সামনে ক্রিকেটের ভগবান আবার তেমনই সাধারণ মানুষের জন্য নিজের ছেলের মতো হয়েই কাটিয়েছেন। সেই কারণেই খেলার পাশাপাশি তার এই বিপুল সম্পত্তি যেকোনো অভিনেতা কিংবা ব্যবসায়ীকে মাত দিতে পারবে।