News

Note Printing Cost : একটি নোট ছাপাতে কত টাকা খরচ হয়? কি বলছেন RBI? ক্লিক করে জানুন বিস্তারিত

ভারতে মোট চারটি টাকা ছাপানোর প্রিন্টিং প্রেস আছে। ২০০০ টাকার একটা নোট আমাদের কাছে থাকলে আমরা অনেক কিছু কিনতে পারি। কার্যত একজন মানুষের মাসের খাওয়ার খরচ কমবেশি ২০০০ টাকায় হয়ে যায়। শুধু ২০০০ নয় ১০,২০,৫০,১০০,২০০,৫০০ এই নির্দিষ্ট নোট গুলি ছাপতে ভারত সরকারের খরচ হয়। কিন্তু সেই খরচের মোট অংকটা কত? তা নিয়েই এতদিন ছিল ধোঁয়াশা। এবার প্রকাশ্যে এল সেই হিসেব। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI নিজেই এই আপডেট সামনে এনেছে।

আগে এক নজরে ভারতের টাকা ছাপানোর প্রিন্টিং প্রেস গুলি দেখে নেওয়া যাক –

  1. মধ্যপ্রদেশ রাজ্যের দিওয়াস স্থানে রয়েছে টাকা ছাপানোর প্রিন্টিং প্রেস।
  2. মহারাষ্ট্রর নাসিক শহরে আছে ওপর একটি প্রেস।
  3. কর্ণাটক রাজ্যের মাইসোরে তৃতীয় টাকা ছাপানোর প্রিন্টিং প্রেস রয়েছে।
  4. চতুর্থ ও সবথেকে নতুন প্রিন্টিং প্রেসটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের শালবনিতে।

10-2000 Note Printing Cost in details –

  1. একটি ২০০০ টাকার নোট ছাপাতে খরচ হত ৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ ১০০০ টি ২০০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৩২০০ টাকা।
  2. ৫০০ টাকার একটি নোট ছাপাতে খরচ হয় ২ টাকা ২৯ পয়সা। ১০০০ টি ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ২২৯০ টাকা।
  3. ২০০ টাকার একটি নোট ছাপাতে খরচ হয় ২ টাকা ৩৭ পয়সা। ১০০০ টি ২০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ২৩৭০ টাকা।
  4. ১০০ টাকার একটি নোট ছাপাতে খরচ হয় ১ টাকা ৭৭ পয়সা। তেমনই হাজারটি ১০০ টাকার নোট ছাপাতে খরচ হবে ১৭৭০ টাকা।
  5. ৫০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১ টাকা ১৩ পয়সা। ১০০০ টি নোট অর্থাৎ ১১৩০ টাকা।
  6. ২০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৯৫ পয়সা। ১০০০ টি নোট অর্থাৎ ৯৫০ টাকা।
  7. ১০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৯৬ পয়সা। ১০০০ টি ১০ টাকার নোট অর্থাৎ ৯৬০ টাকা।

তাহলে এই মজার ব্যাপারটি স্পষ্ট যে ৫০০ কিংবা ২০ টাকা যতই বাজার দরে বড়ো হোক সেই অনুযায়ী ২০০ কিংবা ১০ টাকার নোট ছাপাতে তাদের থেকে অতিরিক্ত খরচ হয়। তবে বাজার দর বেড়ে যাওয়ায় বর্তমানে টাকা ছাপানোর খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে RBI