
পেট্রোল ও ডিজেল প্রায় শেষের পথে। যারা পৃথিবীর লোক তেল নয় বরং ব্যাটারী চালিত গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। এমনিও দেশে তেলের দাম আকাশ ছোঁয়া। যার ফলে মানুষ পকেটের শান্তি পাচ্ছে ব্যাটারী চালিত গাড়ির উপরেই। একের পর এক অনেক কোম্পানি তাদের নতুন চার চাকা থেকে ই-স্কুটার বাজারে নিয়ে এসেছে। এবার সেই তালিকাতেই নাম লিখালো আরও একটি কোম্পানি। তাহলে চলুন সেই স্কুটারের দাম থেকে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেওয়া যাক।
Model: Corrit Hover
Company: Corrit Electric
Model Looks: আধুনিক ফিচারের সঙ্গে রাখা হয়েছে সম্পূর্ণ নতুনত্ব লুকস।
Battery: হাই ক্যাপাসিটি 25 Ah যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। যা 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে।
Speed: সর্বাধিক 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যেতে সক্ষম হবে এই ই-স্কুটার।
Milage : একবারের চার্জে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে এই ই-স্কুটার।
Weight: এই স্কুটারের মোট ওজন 300 কেজি।
Break: ই-স্কুটারটিতে সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
No Licence Needed: Corrit Hover ইলেকট্রিক স্কুটার চালাতে আপনার লাইসেন্সের প্রয়োজন হবে না। সম্পূর্ণ পরিবেশ বন্ধু এই গাড়ি চালাতে পারবেন 18 বছরের নিচের ছেলে-মেয়েরা।
Price : এই স্কুটারের দাম শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। 89,999 টাকা খরচ করলেই এই ইলেকট্রিকে স্কুটারটি বাড়ি নিয়ে আসতে পারবেন।
বিঃদ্রঃ – কোম্পানির ওয়েব সাইট থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। সাথেই এই ই-স্কুটার কেনার জন্য আপনি EMI করাতে পারবেন।