Madhyamik 2024: এবার দিতে হবে না মাধ্যমিক পরীক্ষা! বড় ঘোষণা পর্ষদের, জানুন বিস্তারিত

মাধ্যমিক পরীক্ষার তাহলে ইতি ঘটতে চলেছে? এই প্রশ্ন বেশ কিছুদিন সম্পূর্ণ দেশবাসী ও বিশেষ করে ছাত্রছাত্রীদের মনে ঘুরপাক খেলেও সেই উত্তর হয়তো হতে চলেছে ‘হ্যাঁ’। National Education Policy বা NEP -এর নতুন নিয়ম জারি হলে আর মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে না বেশ কিছু পড়ুয়াকে। এখনো এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে, আগামী শিক্ষাবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশের অন্যান্য রাজ্যেও এই শিক্ষানীতি কার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
২০২০ সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ম নিয়ে খসড়া প্রস্তাব পেশ করা হলেও করোনার কারণে তা ফলপ্রসূ হয়নি। কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি নিয়ে যেমন একদিকে জোর দিচ্ছে তখনই বিরোধীরা পড়ুয়াদের ভবিষৎ অন্ধকার এই নীতি নিয়ে সরব হয়েছেন। জাতীয় শিক্ষা নীতি পর্ষদের সঙ্গে যুগ্মভাবে কাজ করবে রাজ্য সরকারগুলি। অর্থাৎ যে কোনো সিলেবাস তৈরির ক্ষেত্রে দেশীয় স্তরের সাথেই বিভিন্ন রাজ্য সরকারগুলি একসাথে কাজ করবে।
NEP -এর নিয়ম অনুযায়ী, দশম শ্রেণীতে ওঠার পর মাধ্যমিক পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক থাকবে না। আবার পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীতে আগের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে। নিজের মতো বিষয় গ্রহণ করতে পারবে সকলে। কিন্তু পড়ুয়ার যে মান অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরেই কে কোন বিষয় নিয়ে জীবনে এগোতে চায় সেটা ঠিক করা যায়। কিন্তু মাধ্যমিক না থাকলে সেটা কিভাবে ঠিক হবে সেই চিন্তাতেই ঘুম উড়েছে সকলের।
সম্প্রতি কেন্দ্র পাঠ্য বই থেকে ‘মোঘল ইতিহাস’ পুরোপুরি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। মোগল ভারতের উপরে যে বাজে প্রভাব ফেলে গেছে সেটা নিয়েই কার্যত এই সিদ্ধান্ত। তবে, এই নতুন নীতি কার্যকর হলে সকল শিক্ষার্থীদের বেশ মুশকিলে পড়তে হতে পারে এমনটাই মনে করছেন অনেক শিক্ষাবিদরা।