
একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ন কিছুটা বাস্তব রূপ নিতে শুরু করেছে। দেশের কোটি কোটি মানুষ ইতিমধ্যেই চায়ের দোকান থেকে শপিং মল সবেতেই ইউপিআই পেমেন্ট ব্যবহার করছেন। এবার আবারো একবার জানা যাচ্ছে ১ এপ্রিল থেকে ইউপিআই-এর মাধ্যমে সমস্ত পেমেন্ট গুলিতে অতিরিক্ত চার্জ কাটতে চলেছে। যারা Google Pay, Paytm, Phone Pay এই ধরণের অনলাইন টাকা লেনদেনের অ্যাপলিকেশান ব্যবহার করেন তাদের জন্য অনেকটাই দুঃসংবাদ হতে চলেছে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) জানিয়েছে যে এটি ৩০ সেপ্টেম্বর ২০২৩ বা তার আগে পর্যালোচনা করা হবে। ডিজিটাল মোডের মাধ্যমে করা পেমেন্টগুলি ব্যয়বহুল হয়ে উঠবে। আপনি যদি ২,০০০ টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে ১.১ শতাংশ সারচার্জ আরোপ করা হবে। আর ২,০০০ টাকার বেশি লেনদেন করলে সেই সারচার্জ বেড়ে উঠবে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) পেমেন্ট সংক্রান্ত একটি সার্কুলারে নাকি এই তথ্যই বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী UPI লেনদেনের ৭০ শতাংশ ২,০০০ টাকার বেশি। NPCI-এর সার্কুলারে বলা হয়েছিল যে ১ এপ্রিল থেকে নিয়মটি কার্যকর হওয়ার পরে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপারটি পর্যালোচনা করা হবে বলে জানা যাচ্ছে।
তবে এর ফলে ডিজিটাল ইন্ডিয়া তৈরীর সাথে সাথেই সাধারণ মানুষের পকেটেও অনেকটা চাপ বেড়ে যাবে সে কথা বলতে দ্বিধা নেই। এখনও যদিও নির্দিষ্ট ব্যাংক গুলি কোনো রকমের এই বিষয়ে নোটিস পেশ করেনি। অর্থনৈতিক বছর শেষের পরেই যদি এই অতিরিক্ত কর চাপানো শুরু হয় সেটা নিয়েই চিন্তিত সাধারণ মানুষ।