
‘গুগল’ সাধারণ বাংলায় জ্ঞানের ভান্ডার। অজানা, অচেনা সবরকমের প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। সবথেকে জনপ্রিয় এই সংস্থার CEO একজন ভারতীয়। পিচাই সুন্দররাজন বা তাঁকে চেনেন সকলে সুন্দর পিচাই (Sundar Pichai) নামেই। ২০১৫ সালের ১০ আগস্ট তাকে গুগলের (Google) পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়। ৫০ বছর বয়সী এই ব্যক্তির বেতন কত জানেন?
২০২২ সালে প্রায় ২২৬ মিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ পেয়েছেন Google-Alphabet-এর CEO সুন্দর পিচাই। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮৫৪ কোটি টাকারও বেশি। শুধু মাসিক বেতন নেন সুন্দর তা ভাববেন না। বেতন, সুযোগ-সুবিধা ও শেয়ার মারফত তিনি এই টাকা পেয়ে থাকেন এক বছরে। শুধু তাই নয় আমেরিকায় বাড়ি, গাড়ি এসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন তিনি।
শেয়ার বাবদ তার আয় হয় ২১৮ কোটি টাকা। সুন্দর পিচাইয়ের এই মোট বেতন একজন বড় গুগল কর্মীর বেতনের প্রায় ৮০০ গুণ। তাই অনেকেই কিন্তু বেশ বিতর্কের সুর চড়িয়েছেন। তবে শুধুমাত্রই কিন্তু ১০ টা থেকে – ৫ টা পর্যন্ত চাকরি করেন না সুন্দর পিচাই। বিশ্বের অন্যতম সংস্থার প্রধান তিনি। তাই সংস্থার প্রতিদিন ভবিষ্যতের পথ কি হবে তা নির্ধারণ করতে হয় তাঁকেই। আর সেই বিষয়ে ১,৮৫৪ কোটি টাকা ঠিকই আছে বলে মনে করেন অনেকে।
সারা বিশ্বে কার্যত গুগল ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে তারা। কারন বলতে সংস্থার খরচ কমাতেই এই পরিকল্পনা। ২০২৩ সালে দাঁড়িয়ে তার বেতন নাকি আরও কয়েক কোটি বৃদ্ধি পেয়েছে বলে শোনা গেছে। যার সত্যতা যাচাই করেনি আমাদের প্রতিবেদন। এই বছরে দাঁড়িয়ে পিছাইয়ের মোট সম্পত্তির পরিমান ১.৩১ বিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০,৮০০ কোটি টাকা। ২০২২ সালে পদ্মভূষণ পুরস্কার ও পেয়েছেন তিনি।