
বরাবরই বিলাস বহুল জীবনের জন্য সংবাদের শিরোনামে উঠে আসেন মুকেশ পত্নী নীতা আম্বানি (Nita Ambani)। সেলিব্রেটিদের জীবন মানেই হাজার একটা সাজ সরঞ্জাম। আর যার লুকস থেকে দাম সবই নজর কাড়ে নেটিজেনদের। ভারতে ধনকুবেরের তালিকায় একটি নাম হল মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আর তারই স্ত্রী হলেন নীতা আম্বানি।
মুকেশ আম্বানি সাদামাটা জীবন কাটাতে পছন্দ করলেও তার স্ত্রী কিন্তু বিলাস বহুল জীবন কাটাতেই বেশি পছন্দ করেন। আর সেই কারণেই তিনি মাঝেমধ্যে উঠে আসেন পেজ থ্রির পাতায়। বিশিষ্ট সমাজসেবী নীতা আম্বানি (Nita Ambani) বিলাসবহুল জীবন কাটালেও দেশের প্রতিটি সাধারণ মানুষের মতোই তার সকাল শুরু করেন এক কাপ গরম চা দিয়ে। কিন্তু এখানেও আছে টুইস্ট।
মুকেশ (Mukesh Ambani) পত্নী নীতা যে কাপটিতে চা খান সেই চায়ের কাপের দাম ৩ লক্ষ টাকা! এমনকি তিনি যে চা টি খান সেটি জাপানের (Japan) পুরোনো ক্রোকারিজ কোম্পানি নরিটেক (Noritek) থেকে তৈরি হয়। এই অ্যান্টিক চায়ের সেটটির প্রতিটি কাপের দাম ৩ লাখ টাকার বেশি। এমনকি অ্যান্টিক জাপানিজ ক্রোকারিজ ব্র্যান্ডের সেটের পুরো চা-টির দাম ১.৫ কোটি টাকারও বেশি!
যে কাপে নীতা আম্বানি (Nita Ambani) চা খান সেই প্রতিটি চায়ের কাপ বিশ্বের সেরা চীনামাটি দিয়ে তৈরি। এমনকি এটির মধ্যে সোনা এবং প্ল্যাটিনাম দিয়ে প্রলেপ দেওয়া। নীতা ও মুকেশ আম্বানি (Nita-Mukesh) বরাবরই স্বাস্থ্যকর জীবন যাপন করেন। আর তাইতো তারা প্রায়শই গুজরাটি পদ্ধতিতে তৈরি ডাল, রুটি, ভাত এবং মসুর ডাল খান। এমনকি সকলে মিলে একসঙ্গে রাতে খেতে বসেন।
এছাড়াও নীতা আম্বানি তার দামী জিনিস এবং অনান্য পোশাক এবং ডিজাইনার জিনিসপত্রের কারণেও প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি শাড়ি। যার দাম ৪০ লক্ষ টাকা। এমনকি নীতা ও মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) তার বিয়েতে বিশ্বের সবচেয়ে দামি লেহেঙ্গা পরেছিলেন। যার দাম ছিল ৯০ কোটি টাকারও বেশি। তাহলে বুঝতেই পারছেন আম্বানিদের সম্পত্তির পরিমান ঠিক কতখানি।
একটা মানুষ সারাজীবন যা রোজগার করতে পারেন না এই আম্বানিরা তার চেয়ে বেশি টাকা দামের জিনিসপত্র ব্যবহার করে থাকেন।