News

Sundar Pichai: ১০,২১৫ কোটির বাড়ি, পিচাইয়ের ঘরের ভিতরটা দেখলে লজ্জা পাবে আম্বানিও, ক্লিক করে দেখে নিন

Advertisement
Advertisements

সার্চ ইঞ্জিন হিসাবে ‘গুগল’ (Google) সবথেকে উন্নত। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাসী সুন্দর পিচাইকে (Sundar Pichai) সবাই চেনেন। পৃথিবীর সবথেকে বড়ো সংস্থার CEO পদে ২০১৫ সাল থেকে বৃত্তমান। এমন এক সংস্থায় ভারতীয় যে প্রধান জায়গা হাসিল করতে পারে তা সত্যি অবিশ্বাস্য ছিল। প্রতিবছর ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮৫৪ কোটি টাকারও বেশি বেতন পান সুন্দর পিচাই। সেই কারণে আজকাল তিনি খবরের শিরোনামে সবসময় লেগে থাকেন।

Sundar Pichai: ১০,২১৫ কোটির বাড়ি, পিচাইয়ের ঘরের ভিতরটা দেখলে লজ্জা পাবে আম্বানিও, ক্লিক করে দেখে নিন

পিছাইয়ের আমেরিকার প্রাসাদ সম্পর্কে অনেকেই খুব কম জানেন। তবে অন্দর থেকে জানলে কিন্তু লজ্জা পাবে খোদ আম্বানিও। ভারতের সবথেকে বড়ো ব্যবসায়ী মুকেশ আম্বানির (Mukesh Ambani) প্রাসাদ ‘অ্যান্টালিনা’ -র দাম ৬০০ কোটি টাকা। তবে সুন্দর পিচাইয়ের প্রসাদের দাম, থাক সে নাহয় প্রতিবেদনের শেষের দিকে বলাই ভালো হবে। চলুন আজ কথায় কথায় ঘুরে আসা যাক সুন্দর পিচাইয়ের সেই সিনেমায় দেখানো রাজবাড়ি থেকে।

বাড়ির অবস্থান – ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কাউন্টির লস অল্টোস শহরে পরিবার নিয়ে নিজের বাড়িতে বাস করেন সুন্দর পিচাই।

জায়গা – বাড়িটি মোট ৩১.১৭ একর জমি নিয়ে তৈরী হয়েছে। যা বড়ো যে কোনো কারখানার সমসাময়িক বলা চলে। শহরের থেকে কিন্তু বেশ অনেকটা দূরে এই বাড়ি। সবুজ প্রকৃতিতে ঘেরা তাদের বাড়িতে এন্টারটেইনমেন্ট আছে প্রচুর।

Sundar Pichai: ১০,২১৫ কোটির বাড়ি, পিচাইয়ের ঘরের ভিতরটা দেখলে লজ্জা পাবে আম্বানিও, ক্লিক করে দেখে নিন

অন্দর সজ্জা – বড়ো বড়ো ঘর, বিছানা, জানলা, মিলিয়ে খরচ করেছে ৪৯ কোটি টাকা। মার্বেল ফ্লোর থেকে কাঠের তৈরী আসবাবপত্র আছে ঘরের মধ্যে।

পিচাইয়ের স্ত্রী অঞ্জলির তত্ত্বাবধানে সেজে উঠেছে বাড়িটির অন্দরমহল।

Sundar Pichai: ১০,২১৫ কোটির বাড়ি, পিচাইয়ের ঘরের ভিতরটা দেখলে লজ্জা পাবে আম্বানিও, ক্লিক করে দেখে নিন

বাড়ির আনাচেকানাচে ছড়িয়ে আছে বিনোদনের নানা উপকরণ। সুইমিং পুল থেকে শুরু করে স্পা, জিম, লাইব্রেরি, গেমিং এরিয়া সব কিছুই আছে।

পিছাইয়ের পার্সোনাল হেলিপ্যাড আছে বাড়ির মধ্যেই।

পিচাইয়ের বাড়িতে রয়েছে একটি মদের কাউন্টার। সেখানে মূলত ওয়াইন মজুত করে রাখা হয়।

Sundar Pichai: ১০,২১৫ কোটির বাড়ি, পিচাইয়ের ঘরের ভিতরটা দেখলে লজ্জা পাবে আম্বানিও, ক্লিক করে দেখে নিন

বাড়ির এক তলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য সিঁড়ি ছাড়াও লিফ্‌টের বন্দোবস্ত রয়েছে। বাড়িতে সৌর প্যানেলও রেখেছেন গুগলের সিইও। যেখান থেকে কৃত্তিম উপায়ে চার্জ হয়ে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বাড়ির মোট মূল্য – এই বাড়িটি যখন কিনেছিলেন পিচাই সে সময় দাম ছিল প্রায় ৩২৮ কোটি টাকা। কিন্তু পরবর্তীতে ২০২২ সালে সেই বাড়ির দাম পৌঁছেছে ১০ হাজার ২১৫ কোটি টাকায়। অর্থাৎ কয়েকশো গুন বৃদ্ধি পেয়েছে সেই বাড়ির।

Sundar Pichai: ১০,২১৫ কোটির বাড়ি, পিচাইয়ের ঘরের ভিতরটা দেখলে লজ্জা পাবে আম্বানিও, ক্লিক করে দেখে নিন

এখনও ভারতে প্রতিনিয়ত যাতায়াত করেন সুন্দর পিচাই। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’ ২০২২ সালে তাঁকে দেওয়া হয়। বাণিজ্য এবং শিল্প বিভাগে অসামান্য কাজের ফলেই তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী পিচাইয়ের মোট সম্পত্তির পরিমান ১.৩১ বিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০,৮০০ কোটি টাকা।