
‘মারুতি ভ্যান’ এই গাড়িটি নিশ্চয়ই সবাই দেখেছেন। কারণ এই গাড়ির আরেকটি নাম হলো ‘কিডন্যাপ কার’। আগেরকার দিনের সিনেমায় মূলত ভিলেনরা কিডন্যাপ কিংবা বাজে ধরণের কাজ করার জন্য এই গাড়িটিকে ব্যবহার করতেন। সেখান থেকেই লোকের মুখে মুখে এই গাড়ির নাম হয়ে ওঠে কিডন্যাপ কার। তবে মারুতি সুজুকি পরিবর্তিকালে ‘মারুতি ইকো’ গাড়িটি লঞ্চ করে। মারুতি ভ্যানের পরের এই মারুতি ইকো গাড়ি ভারতের বাজারে ব্যাপক নাম করেছে।
ভারতীয় বাজারে নতুন করে ফিরতে চলেছে মারুতি ইকো। হ্যাঁ ঠিকই শুনছেন, ফের বাজার দখল করতে আসচে স্লাইডিং দরকার এই জনপ্রিয় ভ্যান। তাই চলুন তার আগে এই নতুন গাড়ির বিশেষ ফিচার্স থেকে দাম সব কিছুই দেখে নেওয়া যাক।
- Car Model : Maruti Suzuki Eco
- Launch Country: গাড়িটি জাপানে পরীক্ষা করা হবে। তারপরে এটি ভারতীয় অটোমোবাইল বাজারে প্রবেশ করবে।
- Feachers: পাওয়ার স্টিয়ারিং, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, পাওয়ার উইন্ডো, এয়ার কন্ডিশনার, হিটার, এয়ার কোয়ালিটি কন্ট্রোল, প্যাসেঞ্জার সিট হেডরেস্ট, ড্রাইভার সিট আর্মরেস্ট, ও ডিজিটাল ডিসপ্লে থাকবে এই নতুন মডেলটিতে।
- Lights: অটো হেডল্যাম্প, পার্কিং সেন্সর, LED বেস লাইট থাকবে।
- Interior Design: অ্যাডজাস্টেবল স্টিয়ারিং, রিয়ার সিট হেডরেস্ট, নেভিগেশন সিস্টেম, ফাইন্ড মাই কার মোড, ভয়েস কন্ট্রোল, রিমোট ইঞ্জিন স্টার্ট/স্টপ এসব কিছু থাকবেন।
- Price: গাড়ির বেস মডেলের দাম হতে পারে ১২ লক্ষ টাকার মতো।
বিঃদ্রঃ – ২০২৩ সালের ১ এপ্রিল এমিসন বেসে গাড়ির ইঞ্জিন তৈরি হবে। এই বছরের শেষের দিকে কার্যত গাড়ি ডেলিভারি শুরু হতে পারে বলে জানিয়েছে মারুতি সুজুকি সংস্থা।