Summer Vacation 2023 : শেষ গরমের ছুটি! কবে থেকে খুলছে স্কুল? ক্লিক করে জানুন বিস্তারিত

আজ শেষ হচ্ছে মে মাস। কার্যত দরজায় কড়া নাড়ছেন জুন। তবে গরমের দাবদাহ যেন কোনোভাবেই শেষ হবার নয়। রাস্তায় বেরোলে যা অবস্থা হচ্ছে সাধারণ মানুষের তা ভাবলে গরম আরও জাঁকিয়ে বসছে। যে কারণেই রাজ্যর স্কুল থেকে কলেজে চলছে গরমের ছুটি। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন কবে থেকে খুলতে চলেছে স্কুল? আদেও কি এই প্রবল গরমে পড়ুয়ারা বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে সক্ষম হবে। তবে আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল খোলা নিয়ে বিশেষ ঘোষণা দিয়েছেন। আসুন দেখা যাক তিনি ঠিক কি বলেছেন।
When Summer Vacation End : ২ রা মে থেকে বিদ্যালয় ও কলেজে ছুটি পড়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৫ জুন থেকে স্কুল খোলার কথা আছে। তবে আজ কিছু সময় আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী ১৪ জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে। অর্থাৎ আরও ১০ দিন গরমের ছুটি বাড়ানো হলো। আগে মোট ৩৩ দিনের ছুটি থাকলেও তা এখন বেড়ে হয়ে গেল মোট ৪৩ দিন।
CM Special Announcement : আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ছুটি বাড়ানো নিয়ে এই বিরাট ঘোষণা দিয়েছেন। তিনি বলেন -”যেহেতু প্রচন্ড দাবদাহ চলছে এবং আবহাওয়া দফতর থেকে খবর পেয়েছি যে গরম থাকবে। তাই এই সময়ের জন্য গরমের ছুটি বাড়ানো হচ্ছে। ৫ই জুনের পরিবর্তে এবার বিদ্যালয় খুলবে বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন”।
How will schools complete syllabus : শিক্ষক থেকে বিভিন্ন শিক্ষা মহলে কার্যত বিতর্ক উস্কে দিচ্ছে এই বিপুল সিলেবাস। কিভাবে শেষ হবে তা নিয়েই ঘুম উড়েছে সকলের।
Solutions – গরমের ছুটিতে যাতে পড়ুয়াদের পঠন পাঠন নিয়ে কোনো সমস্যা না থাকে তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে –
- বাড়িতে বসেও গরমে অনলাইনে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের ব্যাবস্থা কড়া হয়েছে।
- অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে ঘাটতি মিটিয়ে দেবে স্কুলগুলি।
- পরীক্ষার চাপ কাটাতে সিলেবাস ভাগ করেও পরীক্ষা হতে পারে বলে শোনা যাচ্ছে।
তবে কি আগামী ১৫ই জুন খুলছে বিদ্যালয় গুলি? যদিও এই নিয়ে কিছু মানুষের সংশয় এখনও কাটেনি। সম্পূর্ণভাবেই যে রাজ্যের গরমের উপরেই এই ছুটি নির্ভর করছে।