Mamata Banerjee Education Qualification : মুখ্যমন্ত্রীর পড়াশুনা কতদূর? জানলে অবাক হবেন আপনিও

রাজনীতি ও শিক্ষা – এই শব্দ দুটি যেন আদা কাঁচকলা সম্পর্ক। ভারতের ইতিহাসে খুব কম রাজনীতিবিদ সামনে এসেছে যাদের শিক্ষাগত যোগ্যতা শুনে সাধারণ মানুষ বাহবা জানিয়েছেন। IAS কিংবা IPS অফিসার এতো পড়াশুনা করলেও তাদের মাথায় থাকে অল্প শিক্ষিত মন্ত্রী। এই নিয়ে দেশের মানুষের লড়াই কিংবা রাগারাগি বহু দিনের। সম্প্রতি তৎকালীন ভারতের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব -র শিক্ষাগত যোগ্যতা সামনে এসেছে। যেখানে IAS থেকে IIT মতো ডিগ্রি আছে তার ঝুলিতে। সবাই এক কথায় বলছেন দেশের মন্ত্রীর দরকার ঠিক এইরকম শিক্ষাগত যোগ্যতা।
তবে এবার এই দৌড়ে নেমেছেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee) । একাধিক মঞ্চে মাইক হাতে একাধিকবার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে শোনা গেছে তাকে। যে কারণে ট্রোল ও হয়েছেন তিনি। কিন্তু এবার তার আসল শিক্ষাগত যোগ্যতা সামনে এসেছে।
কীভাবে সামনে এল মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা?
আপনারা জানেন ভারতের সংবিধানে ভোটে লড়তে গেলে নির্বাচন কমিশনের কাছে নিজেদের সঠিক হলফনামা জমা দিতে হয়। সেই অনুযায়ী ২০১৬ সালের বিধানসভা নির্বাচন ও ২০২১ সালের ভবানীপুর বিধানসভার উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্বাচন কমিশনকে দিয়েছেন তিনি৷ আর সেখান থেকেই নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর তথ্য সংরক্ষণ করে আসছে।
কি কি শিক্ষাগত যোগ্যতা আছে মুখ্যমন্ত্রীর?
মমতা ব্যানার্জী নিজেকে LLB ও MA পাশ বলে একাধিকবার দাবি করেছেন। যার ফলে ঠাট্টার সুর চড়িয়েছিলেন বিরোধী শিবির। এবার তাহলে তার আসল শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক।
- ১৯৭০ সালে ‘দেশবন্ধু শিশু শিক্ষালয়’ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন মমতা বন্দোপাধ্যায়।
- ১৯৭৪ সালে ‘যোগমায়া দেবী কলেজ’ (কলকাতা বিশ্ববিদ্যালয়) অধীনে BA পাশ করেন।
- ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন মমতা (পরীক্ষা হয়েছিল ১৯৭৯ সালে)।
- ১৯৮০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রী শিক্ষায়তন কলেজ থেকে B.Ed (কর্মশিক্ষায়) ডিগ্রি লাভ করেন।
- ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি (LLB) পাশ করেন মমতা।
এই শিক্ষাগত যোগ্যতা সামনে আসতেই কার্যত সবাই চমকে গেছে। ‘The Association for Democratic Reforms‘ দেশের সম্পূর্ণ ৩০ জন মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেছে। যেখানে –
- ৩ শতাংশ মুখ্যমন্ত্রী মাধ্যমিক পাশ।
- ১০ শতাংশ মুখ্যমন্ত্রী উচ্চমাধ্যমিক পাশ।
- ৩৭ শতাংশ মুখ্যমন্ত্রী গ্র্যাজুয়েট।
- ১৪ শতাংশ মুখ্যমন্ত্রী গ্র্যাজুয়েট প্রফেশনাল।
- ৩০ শতাংশ মুখ্যমন্ত্রী পোস্ট গ্র্যাজুয়েট।
- ৩ শতাংশ ডক্টরেট ও ডিপ্লোমা ডিগ্রি পাশ করছেন৷