SSC-এর মাধ্যমে একাধিক পদে ১১ হাজার কর্মী নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এগারো হাজার কর্মী নিয়োগ করতে চলছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক দফতরে। আপনি ভারতের নাগরিক ও মাধ্যমিক পাশ হলেই এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। তাই নিচে এই পদের জন্য বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
১) পদের নাম –
মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- Non Technical)
২) হাবিলদার (Havaldar)
মোট শূন্য পদ – ১১,০০০। যার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষার্থীরাও এর যোগ্য।
বয়স – প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। এসিএসটিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর এবং পিডব্লিউডিরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- প্রার্থীকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.ssc.nic.in এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপরে নিজের যাবতীয় তথ্য ফিলাপ করে দিয়ে ১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি – প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১২০ নম্বরে। এর পরবর্তী ধাপে মেইন পরীক্ষায় ১৫০ নম্বরের প্রশ্ন। এবং সবশেষে ইন্টারভিউ হয়ে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে।
বেতন – শুরুতেই প্রতি মাসে ২৬,৫৫৯ থেকে ৩০,৭৪৯ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে ভারত সরকারের নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে আপনার যা যা লাগবে –
১) আঁধার কার্ড
২) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৩) অভিজ্ঞতার প্রমান পত্র
৪) জাতীগত সংশাপত্র (থাকলে)
৫) বয়সের প্রমান পত্র
৬) বাসস্থানের প্রমান পত্র
৭) পাসপোর্ট সাইজের ছবি
আবেদনের শেষ তারিখ – উক্ত পদ দুটিতে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ অর্থাৎ ১৭-০৩-২০২৩ পর্যন্ত।