500 Rs Note : ৫০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা! ক্লিক করে জেনে নিন তারাতারি

২০১৬ সালে দেশের হঠাৎ নোটবন্দি করা হয়েছিল। যার ফলে সাধারণ মানুষ কার্যত বিপাকে পরে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল কালো টাকা ও জাল নোট বন্ধ করতেই এই কঠিন পদক্ষেপ। দীর্ঘ ৭ বছরের মাথায় আবারো ২০০০ টাকার নোট বাতিল করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। তবে এখনই বন্ধ নয় বরং ৩০ সে সেপ্টেম্বর পর্যন্ত দেশে সেই নোট চলবে। যার ফলে সাধারণ মানুষের কাছে যা ২০০০ টাকার নোট আছে তা নিকট ব্যাংকে গিয়ে জমা করাতে হবে।
এমন অবস্থায় দেশে সবথেকে বেশি চাপ হয়েছে ৫০০ টাকার নোটের। দেশে এই নোটের প্রচলনও যথেষ্ট। কিন্তু এমন পরিস্থিতিতে সামনে এল বড় খবর। ৫০০ টাকার নোট নিয়েই বেশিরভাগ সময়ে জালিয়াতির কবলে পড়ছে সাধারণ মানুষ। আর এর জন্য মানুষ আসল এবং জাল টাকার নোট শনাক্ত করতে পারছে না। এই টাকার চাহিদার জন্যই ৫০০ টাকার জাল নোট বাজারে মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে আসল ৫০০ টাকা চিনবেন তার জন্য কিছু নিয়ম আছে যা সকলের জানা দরকার –
500 Note Front View-
- ৫০০ টাকার নোটের মাঝের দিকে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।
- ৫০০ মূল্যের নোটে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরও রয়েছে।
- নোটের উল্টো দিকে ‘লাল কেল্লা’ দেখা যায়।
আসল ৫০০ টাকার নোটের অফিসিয়াল সাইজ হল ৬৬ মিমি x ১৫০ মিমি।
- নোটের সাইডে ‘ইন্ডিয়া’ এবং ‘আরবিআই’ লেখা একটি স্ট্রিপ থাকবে। যা কাত করলে সবুজ থেকে নীল হয়।
- নোটের ডানদিকে থাকবে বেশ বড়ো একটি ‘অশোকস্তম্ভ’।
500 Note Back View –
- বাম পাশে থাকবে নোট ছাপানোর বছর।
- মোট ১৫টি দেশিয় ভাষায় ‘500’ লেখা থাকে।
- ছবি থাকবে লাল কেল্লার।
- স্লোগানের সঙ্গে থাকবে স্বচ্ছ ভারত লোগো।
500 Note Is Genuine:
উপরের যে কয়টি পয়েন্ট আছে সেগুলি কোনো নোটে থাকলে তা সম্পূর্ণ আসল। তবে একটিও যদি বাদ যায় তাহলে ধরে নিতেই হবে নকল। আর নকল নোট লেনদেন করা আমাদের দেশে সম্পূর্ণ দণ্ডনিয় অপরাধ। তাই কোনো মতেই জাল নোট নিজের কাছে রাখবেন না বা কাওকে দেবেন না।