
কার্যত গরমে হাঁসফাঁস কলকাতা সহ বিভিন্ন রাজ্য। কোনো কোনো জায়গায় ৪৪ ডিগ্রি তাপমাত্রাও ছারিয়ে গেছে। এই চাতাল ফাটা গরমে রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন সকলে। এর মধ্যে ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে কিভাবে পাঠাবেন? গত সপ্তাহেও মুখ্যমন্ত্রী অতিরিক্ত গরমের জন্য সপ্তাহখানেকের ছুটি ঘোষণা করেছেন। আগামী সোমবার থেকে আবার পঠনপাঠন শুরু হবে। তবে গরমের ছুটি (Summer Vacations) কবে থেকে পড়বে বিদ্যালয়ে তা নিয়েই শুরু হয়েছে কার্যত রাজনৈতিক তরজা।
তিন সপ্তাহ এগিয়ে আগামী ২রা মে থেকে স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুলশিক্ষার ধারাবাহিকতার ক্ষতি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। এমনিতেই করোনা কালে কার্যত দু বছর স্কুল বন্ধ ছিল। পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক ঘাটতি হয়েছে। সেই কথা মাথায় রেখে অনেকেই এই গরমের ছুটির বিরোধিতা করছেন। তাঁদের কথায়, সকালে স্কুল করলে কোনো সমস্যাই হতো না। গরম শুরুর আগেই বাড়ি চলে যেতে পারতো সকলে।
আবার অনেকাংশের কথায়, সকালেই যদি দুপুরের স্কুল হয় তাহলে দূরের শিক্ষকরা সময় মতো আসতেও পারবেন না। তাই এত গরমে 2 মে থেকেই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। ২রা মে থেকে ৪ঠা জুন টানা ২৮ দিন এই ছুটি চলবে। যেখানে সরকারিভাবে গরমের ছুটি পড়ার কথা ছিল ২৪ শে মে থেকে ৪ ঠা জুন পর্যন্ত।
অতিরিক্ত ২২ দিন ছুটি বাড়বে সেই পড়াশুনার দায়িত্ব কিভাবে সামলাবে পড়ুয়া। আবার স্কুল খুলেই বছরের প্রথম পরীক্ষা শুরু হয়ে যাবে। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে। তবে শিক্ষা দফতর জানিয়েছে, এই আগাম ছুটির কারণে স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করবেন শিক্ষকেরা। তবে কতটা পূরণ হবে এই ক্ষতি? সময়ের সাথেই তা দেখা যাবে।