News

School Reopening Postponed : এখনই খুলছে না স্কুল! তাহলে কবে? ক্লিক করে জানুন বিস্তারিত

গরমের কাঠফাঁটা রৌদ্রে রীতিমতো নাজেহাল মানুষজন। বেশিরভাগ জেলারই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। আর তাইতো দেশের বেশিরভাগ রাজ্যেই গ্রীষ্মকালীন ছুটি চলছে। তবে, ইতিমধ্যেই রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য একটি বড় নোটিশ জারি করা হয়েছে। সেটা হল গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন একদিনের জন্য স্কুল খোলা হবে।

আর এটি রাজ্যের বেসিক এডুকেশন কাউন্সিলের অধীনে থাকা সব স্কুল গুলিকেই মেনে নিতে হবে। ২১ জুন যোগ দিবসের একদিন আগে সমস্ত স্কুল কর্মসূচির প্রস্তুতির জন্য বোর্ডের সব স্কুল গুলি খোলা হবে। এমনকি যোগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। উত্তর প্রদেশ বোর্ডের অধীনে থাকা স্কুল গুলিতে ২০ মে থেকে ১৫ জুন অবধি গরমের ছুটি চলবে।

আসলে মে-জুন মাসের তাপমাত্রা বৃদ্ধির কারণেই উত্তরপ্রদেশের স্কুলগুলিতে এই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। আর সেই ছুটি এখন আরও বাড়ানো হবে। দিনেরপর দিন যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তাতে চারিদিকে প্রবল অস্বস্তি বাড়ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে স্কুলে গিয়ে ক্লাস করা ছাত্র-ছাত্রীদের পক্ষে একেবারেই সম্ভব নয়। এমনকি এই গরমে অনেকেই অনেক সময় অসুস্থ অবধি হয়ে পড়েন।

তবে, শুধু উত্তরপ্রদেশেই নয়, এর মতো একই হাল ভারতেরও। তবে, এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের পরীক্ষার কথাও মাথায় রাখতে হচ্ছে। আর সেই জায়গায় সিলেবাস কি হবে তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে, এই তাপপ্রবাহ আগামীদিনে কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।