×
NewsTech News

Vi ও Airtel-কে টেক্কা দিতে নতুন অফার Jio-র, মাত্র ৬১ টাকায় মিলবে নতুন প্রিপেড প্ল্যান

মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Reliance Jio) আসার পড়ে টেলিকম ইন্ডাস্ট্রিস পরিবর্তন হয়েছে অনেকটা। কম টাকায় দুর্দান্ত স্পিড যা স্বপ্নেও কেউ ভাবতে পারে না। ভারতী এয়ারটেল (Bharti Airtel) কিংবা ভিআই (VI) তার থেকে অনেকটাই পিছিয়ে থাকে। একের পর এক নতুনত্ব প্ল্যান নিয়ে এসেছে দর্শকদের মন কেড়ে নিতে। যদিও এই বছরের শুরুর থেকে সব প্ল্যানের দাম বাড়ানো হয়েছিল।

Vi ও Airtel-কে টেক্কা দিতে নতুন অফার Jio-র, মাত্র ৬১ টাকায় মিলবে নতুন প্রিপেড প্ল্যান -

তারপরেও খুব কম দামে জিও (Jio) অনেক প্ল্যান রেখেছিলেন ভোক্তাদের জন্য। এবার আবারো একবার এয়ারটেলকে মাত দিতে খুব অল্প টাকায় দুর্দান্ত একটি ডাটা প্যাক নিয়ে হাজির হয়েছে জিও। তাই আপনাদের এই প্রতিবেদনে দুটি প্যাক সম্পর্কেই জানাবো।

Vi ও Airtel-কে টেক্কা দিতে নতুন অফার Jio-র, মাত্র ৬১ টাকায় মিলবে নতুন প্রিপেড প্ল্যান -

জিও’র ৬১ টাকার প্রিপেড প্ল্যান :
এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন মোট ৬ জিবি ডেটা। তবে এটা কিন্তু শুধুমাত্র ডেটা প্যাক। অর্থাৎ আপনি কল কিংবা মেসেজ করার সুবিধা পাবেন না। তার সাথেই আপনার বৈধ কোনো রিচার্জ প্ল্যান থাকতে হবে। তার উপরেই আপনি এই প্রিপেড প্ল্যানটি এক্টিভেট করাতে পারবেন।

Vi ও Airtel-কে টেক্কা দিতে নতুন অফার Jio-র, মাত্র ৬১ টাকায় মিলবে নতুন প্রিপেড প্ল্যান -

এয়ারটেলের ৬৫ টাকার প্রিপেড প্ল্যান :
এই প্ল্যানে আপনি মোট ৪ জিবি ডেটা পেয়ে যাবেন। হ্যাঁ দাম বেশি হলেও জিওর থেকে ২ জিবি ডেটা কম পাওয়া যাবে এই প্যাকটিতে। ৪ জিবি ডেটা শেষ হলে প্রতি এমবি পিছু ৫০ পয়সা কাটবে এয়ারটেল। এই প্যাকেও কিন্তু আগে থেকে একটি প্রিপেইড প্ল্যান রাখতে হবে তাহলে এই প্ল্যানের মজা ওঠাতে পারবেন।