News

শিক্ষিত বেকারদের জন্য দুর্দান্ত সুযোগ! পোস্ট অফিসে ১৮ হাজার ক্লার্ক নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

Advertisement

বেকারদের জন্য এলো সুখবর! ভারতীয় ডাক বিভাগে হতে চলেছে নয়া নিয়োগ। প্রায় ১৮ হাজারের বেশি শুন্যপদে নিয়োগ করা হবে। এর আগেও প্রায় ৪০ হাজার শুন্যপদে আবেদন গ্রহণ করা হয়েছে। আর তার নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেশে দিন দিন যেমন বাড়ছে শিক্ষিতের সংখ্যা তেমনই বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর বেকারদের চাকরি সংস্থান যে কতটা জরুরি তা আশাকরি বলে দেওয়ার নয়।

তবে, সম্প্রতি ডাক বিভাগের তরফ থেকে যে নয়া নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে তাতে কিছু বেকার চাকরি পেতে পারে বলে আশা করা হচ্ছে। আর তা হল ক্লার্ক পদে (India Post Office Clerk Reqruitment) চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন।

●পদের নাম

পোস্ট অফিসে ক্লার্ক (Clerk) পদে নিয়োগ করা হবে।

●শূন্য পদ

সূত্রের খবর অনুযায়ী মোট ১৮,০০০-এর বেশি পদে নিয়োগ করা হবে।

●শিক্ষাগত যোগ্যতা

যে সকল ব্যক্তিরা ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ অথবা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়া ক্লার্ক (Clerk) পদে চাকরি পেতে গেলে কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে। তবে, অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে যোগ্যতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

●বয়স সীমা

যেসমস্ত চাকরি প্রার্থী আবেদন করবেন তাদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী কিছু ছাড় মিলবে।

●আবেদনের পদ্ধতি

আবেদন করতে হলে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফর্ম ফিলাপ করতে হবে। যদি কোনো ডকুমেন্টস আপলোড এর প্রয়োজন থাকে তাহলে আপলোড করতে হবে।

●আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা করতে হবে। তবে মহিলা ও অন্যান্য সংরক্ষিত (ওবিসি ছাড়া) কোনো আবেদন ফি ধার্য করা হয়নি।

●আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে

১.মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমানপত্র
২.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩.পাসপোর্ট সাইজের ছবি
৪.কম্পিউটার সার্টিফিকেট
৫.জাতিগত সংশয় পত্র
৬.অভিজ্ঞতা (যদি থাকে)
৭.অন্যান্য (যদি থাকে)

●নিয়োগ প্রক্রিয়া

স্পষ্ট নোটিশ না দিলে এখনও পর্যন্ত সম্পূর্ণ ধারণা দেওয়া যাবে না। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটের পাতায় চোখ রাখুন।