News

PM Kisan Samman Nidhi : ঢুকেছে ১৪ তম কিস্তির টাকা? করা আছে KYC? ক্লিক করে জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

আমাদের দেশে যে খাদ্য যোগান দেয় তারাই না খেতে পেয়ে মরে। প্রতিবছর কয়েক হাজার কৃষকের মৃত্যু হয় আত্মহত্যা করে। কিন্তু কেন্দ্রীয় সরকার বর্তমানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। একটি বিশেষ স্কিম নিয়ে এসেছেন চাষীদের জন্য তার ফলে প্রতি বছরে বেশ কয়েক হাজার টাকা তাদের ভাতা পাওয়ার সুযোগ থাকছে। কিন্তু এই সুযোগ পাওয়ার জন্য কিষান ক্রেডিট কার্ড থাকা একান্ত জরুরী। তবে জেনে নিন কৃষকদের এই বিশেষ স্কিম ও তার বিভিন্ন সুবিধা সম্পর্কে।

PM Kisan Samman Nidhi : ঢুকেছে ১৪ তম কিস্তির টাকা? করা আছে KYC? ক্লিক করে জানুন বিস্তারিত

স্কিমের নাম – পি. এম. কিষান সম্মান নিধি / PM Kisan Samman Nidhi

আর্থিক লাভ – বার্ষিক ৬০০০ টাকা করে কৃষকরা তাদের ব্যাংক একাউন্টে পাবেন।

কত তম কিস্তি পাবেন – ইতিমধ্যেই ১৩ তম কিস্তি তারা পেয়েছেন এবার ১৪ তম কিস্তি পাওয়ার সময় এসেছে।

তবে আপনার কিষান সম্মান কার্ডে KYC আপডেট আছে কিনা সেটা বিশেষ পদ্ধতিতে দেখতে হবে –

১) কিষান সম্মানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

২) পেজের ডানদিকে দেওয়া eKYC বিকল্পে ক্লিক করতে হবে।

PM Kisan Samman Nidhi : ঢুকেছে ১৪ তম কিস্তির টাকা? করা আছে KYC? ক্লিক করে জানুন বিস্তারিত

৩) নিজের আধার নম্বর এবং স্ক্রিনে ভেসে আসা ক্যাপচা কোড লিখে Search বোতমে ক্লিক করতে হবে।

৪) এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখে সেন্ড অপশনে ক্লিক করলে সেই নম্বরে একটি ওটিপি আসবে।

৫) নির্দিষ্ট জায়গায় OTP লিখে OTP ভেরিফিকেশনের পরেই eKYC হয়ে যাবে।

কার্ডে থাকা ব্যালেন্স কিভাবে দেখবেন –

১) কিষান সম্মানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) ওই ওয়েবসাইটের মধ্যে Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর বা যোজনায় যে মোবাইল নম্বরটি রেজিস্টার আছে সেটা নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।

৪) এরপর একটি ক্যাপচা কোড আসবে সেটা লিখে Submit অপশনে ক্লিক করলে আপনার কার্ডে কত টাকা আছে তার ব্যালেন্স স্ট্যাটাস জানা যাবে।

PM Kisan Samman Nidhi : ঢুকেছে ১৪ তম কিস্তির টাকা? করা আছে KYC? ক্লিক করে জানুন বিস্তারিত

অপশনের পাশে অনেক সময় ‘NO‘ লেখা থাকে। তাহলে বুঝবেন টাকা পাওয়ার সম্ভাবনা নেই। তবে যদি ‘Yes’ লেখা থাকে তাহলে এই কিস্তির টাকা অবশ্যই ঢুকবে। প্রায় ৯ কোটি কৃষক এই কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছেন। তাই আপনিও যদি চান তাড়াতাড়ি এই স্কিমের আওতায় নিজের নাম নতিভুক্ত করে দিন।