
ফের সংবাদের শিরোনামে নীতা (Nita Ambani)! সালটা ২০১৫। রাজ্যসভার প্রাক্তন সাংসদ পরিমল নাথওয়ানির পুত্রের বিয়েতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মুকেশ (Mukesh Ambani) পত্নী নীতা আম্বানি। আর সেখানেই সব লাইম লাইট কেড়েছিলেন তিনি। কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? বেশিরভাগ মহিলারা কোনো অনুষ্ঠানে শাড়ি পরেই সাজেন। আর সেই তালিকায় ব্যতিক্রম নয় নীতাও। তবে, তিনি যে শাড়িটি পড়েছিলেন সেটাই তাক লাগিয়েছে সবাইকে।
কিন্তু কি এমন শাড়ি (Saree) সেটি তা নিয়ে নিশ্চই মনে প্রশ্ন জাগছে সকলেরই। তাহলে বলে রাখি যে, নীতা সেদিন যে শাড়িটি পড়েছিলেন তার দাম নাকি প্রায় ৪০ লক্ষ টাকা। আর এই শাড়িটি ‛বিবাহ পাট্টু’ নামে পরিচিত। এমনকি শাড়িটির ওজন নাকি ৮ কেজিরও বেশি। কিন্তু এই শাড়ির বিশেষত্ব কি? কেনই বা এরদাম আকাশছোঁয়া সেটা সকলেরই কৌতূহলের বিষয় বৈকি। তাহলে বলে রাখি যে, পান্না, পোখরাজ, মুক্তো সহ বিভিন্ন দামী সামগ্রী দিয়ে এই শাড়িটি তৈরি করা হয়েছিল।
জানা গিয়েছে যে, তামিলনাড়ুর কাঞ্চিপুরমের ৩৫ জন মহিলা কারিগর মিলে শাড়িটি তৈরি করেছেন। আর শাড়িটির নকশা তৈরি করেছেন চেন্নাই সিল্কসের ডিরেক্টর শিবলিঙ্গম। তবে, শুধু শাড়িটিই নয় এদিন নীতার (Nita Ambani) পরণে থাকা ব্লাউজও সকলের নজর কেড়েছিল। নানান রকমের নকশা বিশেষ করে শ্রীকৃষ্ণর ছবি আঁকা নীতার এই ব্লাউজ দেখে সকলেই অবাক হয়েছিলেন।
এদিন শাড়ি ও ব্লাউজের সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই হীরের হার ও কানের পড়েছিলেন নীতা। সবমিলিয়ে নীতার লুক ছিল বেশ আকর্ষণীয়। আর এই শাড়ি পরে গিনেস ওয়ার্ল্ড-এ নজিরও গড়েছিলেন নীতা। অনেকের কথায় নীতার এই শাড়ি নাকি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি। বরাবরই বিলাস বহুল জীবনের জন্য সংবাদের শিরোনামে উঠে আসেন মুকেশ পত্নী নীতা আম্বানি (Nita Ambani)।
সেলিব্রেটিদের জীবন মানেই হাজার একটা সাজ সরঞ্জাম। আর যার লুকস থেকে দাম সবই নজর কাড়ে নেটিজেনদের। ভারতে ধনকুবেরের তালিকায় একটি নাম হল মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আর তারই স্ত্রী হলেন নীতা আম্বানি (Nita Ambani)। মুকেশ আম্বানি সাদামাটা জীবন কাটাতে পছন্দ করলেও তার স্ত্রী কিন্তু বিলাস বহুল জীবন কাটাতেই বেশি পছন্দ করেন। আর সেই কারণেই তিনি মাঝেমধ্যে উঠে আসেন পেজ থ্রির পাতায়। বিশিষ্ট সমাজসেবী নীতা আম্বানি এবার নিজের শাড়ি দিয়ে চমকে দিলেন সকলকে।