News

Nama Kishan Maha Samman Yojana : ৬ হাজার নয়, এবার কৃষকরা পাবেন ১২ হাজার টাকা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

কৃষকদের জন্য এল দারুন সুখবর! এবার আর ৬০০০ টাকা নয় বার্ষিক ১২ হাজার টাকা করে পাবেন কৃষকরা। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই খবর মিলেছে। রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনস্ত কৃষকদের বার্ষিক ৩ কিস্তিতে ৬০০০ টাকা দিয়ে থাকেন। আর এবার আসছে আরও একটি নতুন কিষান প্রকল্প। যার নাম ‛নমো কিষান মহাসম্মান যোজনা’ (Namo Kisan Maha Samman Yojana)।

এই প্রকল্পগুলি মূলত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষকদের অর্থনৈতিক সুবিধা ও আয় বাড়াতে দেওয়া হয়ে থাকে। তবে, নতুন এই ‛নমো কিষান মহাসম্মান যোজনা’ শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নয় মহারাষ্ট্র সরকারও কৃষকদের জন্য কার্যকর করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১.৫ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। বিষয়টি এখানেই শেষ নয়।

মহারাষ্ট্রের চাষীদের জন্য রয়েছে আরও একটি সুখবর। সেখানকার একনাথ শিন্ডে সরকার বাজেটে ধান চাষীদের জন্য হেক্টর প্রতি ১৫,০০০ টাকার ভর্তুকি ঘোষণা করা হয়েছে। এছাড়াও মাছ চাষীদের ৫ লাখ টাকা বীমা দেওয়ার কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনাটি ২০১৯ সালে চালু করা হয়েছিল। যেখানে সারাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেওয়া হত।

প্রতি ৪ মাস অন্তর ২ হাজার টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হতো। এখনও পর্যন্ত এই প্রকল্পের ১৩ তম কিস্তি দেওয়া হয়েছে। এবার পালা ১৪ তম কিস্তির। এই টাকা বাড়ার বিষয়টিতে নিঃসন্দেহেই যে কৃষকদের ব্যাপক সুবিধা হবে তা বলাই যায়। এবার দেখার পালা কবে থেকে কৃষকরা এই টাকাটি পান।