শিক্ষিত বেকারদের জন্য সুখবর! রাজ্যে ২৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, জেনে নিন মুখ্যমন্ত্রীর ঘোষণা

রাজ্যের শাসকদল কার্যত বিধস্ত একের পর এক নিয়োগ দুর্নীতি নামক গুলিতে। তাদের দলের প্রাক্তন শিক্ষা মন্ত্রী থেকে যুবনেতা সবাই বর্তমানে জেল বন্দী। টাকা দিয়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সামনেই ধেয়ে আসছে পঞ্চায়েত ভোট। চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির গুলিতে। কর্মসংস্থান নিয়ে সবসময়ই সওয়াল জবাব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এরই মাঝে মঙ্গলবার নবান্ন থেকে লক্ষাধিক শূন্যপদে নিয়োগের কথা নিজে মুখে জানিয়েছেন।
শূন্য পদ গুলিতে খুব শীঘ্রই নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ১১ হাজার প্রাথমিক (Primary) ও ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন। তবে এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘১ লক্ষ ২৫ হাজার মোট চাকরি হবে। যার মধ্যে গ্রুপ ডি, গ্রুপ সি, চিকিৎসা, আবগারি দফতরে চাকরিও রয়েছে।’
১১ হাজার প্রাথমিক ও ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিক শূণ্যপদে নিয়োগ দ্রুত সম্পন্ন করতে শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাথেই রাজ্য পুলিশ থেকে আশা কর্মী সকলের জন্যই বিরাট শূন্য পদের কথা জানিয়েছেন। চলুন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেসব পদ গুলি এক নজরে দেখে নেওয়া যাক।
- প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে – ১১,০০০ জন।
- উচ্চ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে – ১৪৫০০ জন।
- রাজ্য পুলিশের বিভিন্ন পদে নিয়োগ হবে – ২০,০০০ জন।
- রাজ্য সরকারে গ্রুপ সি পদে নিয়োগ হবে – ৩০০০ জন।
- রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগ হবে – ১২,০০০ জন।
- স্বাস্থ্য দফতরের চিকিৎসক – ২০০০ জন
নার্স পদে নিয়োগ হবে – ৭০০০ জন। - রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযোগ হবে – ২২০০ জন।
- অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হবে যথা ক্রমে – ৯৪৯৩ ও ১৩,৯২৬ জন।
- কমিউনিটি হেল্থ ওয়ার্কার পদে নিয়োগ হবে – ২০০০ জন।
- শুল্ক দফতরের কনস্টেবল পদে নিয়োগ হবে – ৩০০০ জন।
- আশাকর্মী পদে নিয়োগ করা হবে – ৭০০০ জন।
যদিও মুখ্যমন্ত্রীর এই বিপুল নিয়োগের ঘোষণার পরেই ব্যাপক ট্রোল করছেন বিরোধীরা। কারণ পঞ্চায়েত ভোটের আগে এই ঘোষণা যে সম্পূর্ণ মিথ্যা তা সাধারণ মানুষকে বোঝার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখন শুধু দেখার এই বিপুল ঘোষণা করা শূন্যপদ তা পশ্চিমবঙ্গ সরকার কতদিনে পূরণ করতে সক্ষম হন।