News

এবার রান্নার গ্যাসে পাবেন ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি! কিন্তু কিভাবে? ক্লিক করে জানুন বিস্তারিত

প্রায় দুই বছরের বেশি সময় ধরে পেট্রোলের দাম ছাড়িয়েছে ১০৫ টাকার থেকেও বেশি। সেই হিসাবে নিত্য ব্যবহার করা জিনিসের দামও ছুঁয়েছে আকাশ। সেই নিয়ে দফায় দফায় বিরোধী শিবির কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছে। এসবের সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। বর্তমানে ১,১৭৯ টাকায় ১৪.২ কেজির একটি LPG গ্যাস সিলিন্ডার কিনতে হয়। সেসব প্রশ্নের মধ্যেই একটা খুশির খবর এসেছে সকলের উদ্দেশ্যে। কেন্দ্র সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ভর্তুকি বাড়িয়ে কার্যত ২০০ টাকা করেছে।

What is Ujwala Gas Yojona?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১লা মে এই পরিকল্পনা শুরু করেন। যেখানে ভারতের গরিব পরিবারের মহিলারা একদম অল্প টাকায় গ্যাস ব্যবহার করতে পারবেন। উজ্জ্বলা যোজনার লক্ষ্য ছিল দেশের প্রতি বাড়িতে LPG গ্যাস সিলিন্ডার ব্যবহার। তাই দেশে একমাত্র মহিলাদের জন্যই তৈরী হয়েছে এই প্রকল্প। সূত্র অনুযায়ী, প্রায় ৯ কোটি ৬০ লক্ষ মহিলা বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।

Ujwala Gas Yojana Benefits –

গ্যাস সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন ২০০ টাকা।
এক বছরে একজন সর্বোচ্চ ১২টি সিলিন্ডার পাবেন।
২০০ টাকা করে ভর্তুকি হচ্ছে অর্থাৎ ১২টি সিলিন্ডার পিছু পেয়ে যাবেন ২৪০০ টাকা। ৯৭৯ টাকা খরচ করলেই আপনি প্রতি মাসে জ্বালানি সিলিন্ডার পেয়ে যাবেন। প্রথম যে সিলিন্ডার পাবেন সেটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

বিঃদ্রঃ – তবে উজ্জ্বলা গ্যাস যোজনার টাকা কিন্তু সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে। তাই প্রত্যেক মহিলার ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক। তবে উজ্বলা গ্যাস প্রকল্পের বাইরে কিন্তু এই ভর্তুকি ২০ টাকার থেকেও কম। অর্থাৎ দেশের সাধারণ মানুষরা এই সিলিন্ডার পিছু নাম মাত্র ভর্তুকি পেয়ে থাকেন।