×
News

বর্তমানে চলছে কোন কোন চাকরির ফ্রম ফিলাপ? দেখুন একনজরে

নতুন বছর শুরু হতে না হতেই কার্যত একরাশ নতুন চাকরির বিজ্ঞপ্তি সামনে এসেছে। আবার অনেক চাকরির ফর্ম ফিলাপ চলছে। আজকের প্রতিবেদনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি লেভেলে কোন কোন চাকরির আবেদন চলছে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হচ্ছে –

বর্তমানে চলছে কোন কোন চাকরির ফ্রম ফিলাপ? দেখুন একনজরে -

১) কলকাতা পৌরসভাতে কর্মী নিয়োগ –
শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতি – প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদনের শেষ তারিখ – ৩১সে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

বর্তমানে চলছে কোন কোন চাকরির ফ্রম ফিলাপ? দেখুন একনজরে -

২) রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ।
আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
বয়স – ১৯-৪০ বছর।
আবেদন জানানোর শেষ তারিখ – ১লা ফেব্রুয়ারী ২০২৩।

বর্তমানে চলছে কোন কোন চাকরির ফ্রম ফিলাপ? দেখুন একনজরে -

৩) ১১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে মাল্টি টাস্কিন স্টাফ (MTS)
যোগ্যতা – মাধ্যমিক পাশ।
বয়স – ১৮-২৫ বছর। SC, ST ও OBC প্রার্থীরা বয়সে যথারীতি ছাড় পাবেন।
শেষ তারিখ – অনলাইনের মাধ্যমে প্রার্থীরা ১৭ই ফেব্রুয়ারী ২০২৩ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন।

বর্তমানে চলছে কোন কোন চাকরির ফ্রম ফিলাপ? দেখুন একনজরে -

৪) রাজ্যের বিদ্যালয় গুলিতে টিচিং ও নন-টিচিং স্টাফ নিয়োগ –
যোগ্যতা – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে। তার সাথেই অবশ্যই বি.এড পাশ হতে হবে।
বয়স – বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
শেষ তারিখ ও আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে ১লা ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বর্তমানে চলছে কোন কোন চাকরির ফ্রম ফিলাপ? দেখুন একনজরে -

৫) ইন্ডিয়ান নেভিতে নিয়োগ-
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ
বয়স – প্রার্থীর বয়স ২.০১.২০০৪-১.০১.২০২৬ সালের মধ্যে হলেই আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২০২৩ সালের ১২ ই ফেব্রুয়ারীর মধ্যে আবেদন জানাতে পারবেন।