News

Jago Prokolpo 2023 : এবার পড়ুয়ারা প্রত্যেক মাসে পাবেন ৫,০০০ টাকা! কিন্তু কিভাবে? ক্লিক করে জানুন বিস্তারিত

‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র পরে আবারো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে চালু হয়েছে ‘জাগো প্রকল্প’ (Jago Prakalpa)। এই প্রকল্প চালু করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থ সাহায্যের করবার জন্য। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং স্ববলম্বন দফতর এই প্রকল্প পরিচালনা করে। এতে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি। সেখানেই এবার যুক্ত হয়েছে নতুন এক আর্থিক উপস্থিতি। তবে, এই সুবিধা পাওয়ার জন্য বিশেষ কিছু শর্ত এবং নিয়ম আছে।

জাগো প্রকল্প সম্পর্কে বিস্তারিত –

২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথমবারের জন্য সরকার গঠন করেন। সেই সময় ৪,৭২,০০০ স্বনির্ভর গোষ্ঠী ছিল রাজ্য জুড়ে। সেই সংখ্যা ২০২৩ সালে দাঁড়িয়েছে ১০ লক্ষের কাছাকাছি। এই স্বনির্ভর গোষ্ঠী গুলি মহিলাদের বিভিন্ন প্রকার আর্থিক সাহায্য করে যাতে তারা সমাজের সামনে মাথা উঁচু করে বাঁচতে পারে। ওই গোষ্ঠীর মহিলাদের সুবিধার্থে এই জাগো স্কিমের জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি স্ব-সহায়ক গোষ্ঠীতে ১০ জন সদস্য থাকে। এর ফলে রাজ্যের প্রায় ১ কোটি মহিলা এর থেকে উপকৃত হতে পারবেন।

স্কিমে নিজের নাম লেখানোর জন্য উপযুক্ত যোগ্যতা –

  • যিনি নাম লেখাতে চান তার বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
  • অবশ্যই প্রার্থী হবে একজন মহিলা।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য হতে হবে।
  • যে গোষ্ঠীর সদস্য আছেন সেই গোষ্ঠীর বয়স হতে হবে ১ বছর।
  • ঋণ নিয়ে ফেরত দেওয়ার মতো রেকর্ড ভালো থাকতে হবে।

তবে কিভাবে পাবেন সেই লোন? তার জন্য আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ মেনে চলতে হবে।

  • প্রথমে shgsewb.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
  • রেজিস্ট্রেশনের করার জন্য 7773003003 নম্বরে একটি মিসড কল দিতে হবে।
  • ‘জাগো প্রজেক্ট সেন্টার’ থেকে আপনাকে কিছু সময়ের মধ্যেই ফোন করা হবে।
  • তারপর সেখানে নিজের গ্রুপের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দিতে হবে।
  • সব তথ্য জানা হয়ে গেলে তবেই আপনি লোন পাবেন।

আবার স্থানীয় BDO অফিসে গিয়ে কথা বললেও আপনাকে এই স্কিমের সম্পর্কে জানিয়ে দেবে। তাছাড়াও ফর্ম নিয়ে ফিলাপ করে নিজের কাউন্সেলর -র সাথে কথা বলেও স্বনির্ভর গোষ্ঠী খুলতে পারবেন। সহজেই এবার রাজ্যের মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। শুধু তাই নয় এই আর্থিক সাহায্যের মহিলাদের নতুন পথের দিশা দেখাবে।